Advertisement
৩০ নভেম্বর ২০২৩
Subhash Ghai

গাঁধীকে শ্রদ্ধার্ঘ, পাঁচ বছর পরে পরিচালনায় সুভাষ ঘাই

এই ছবিতে অভিনয় করছেন বলিউডের অভিনেতা মনোজ বাজপেয়ী। ছবিতে একজন সূত্রধারের চরিত্রে দেখা যাবে তাঁকে। কিছুদিন আগেই সুভাষ ঘাইয়ের আমন্ত্রণ পেয়ে তাঁর ফিল্মইনস্টিটিউট ‘উইসলিং উড’-এ এসেছিলেন তিনি। সেই সময়ে সুভাষ ঘাইয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন মনোজ বাজপেয়ী।

সুভাষ ঘাই

সুভাষ ঘাই

সুচরিতা দে
কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৪১
Share: Save:

অনেকদিন পর আবার ছবি পরিচালনার কাজে হাত দিয়েছেন সুভাষ ঘাই। জাতির জনক মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানাতে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি পরিচালনার কাজ শুরু করেছেন তিনি। এক ঘণ্টার এই ছবির নাম ‘দ্য পার্সপেক্টিভ’।

এই ছবিতে অভিনয় করছেন বলিউডের অভিনেতা মনোজ বাজপেয়ী। ছবিতে একজন সূত্রধারের চরিত্রে দেখা যাবে তাঁকে। কিছুদিন আগেই সুভাষ ঘাইয়ের আমন্ত্রণ পেয়ে তাঁর ফিল্মইনস্টিটিউট ‘উইসলিং উড’-এ এসেছিলেন তিনি। সেই সময়ে সুভাষ ঘাইয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন মনোজ বাজপেয়ী।

এর পরে যখন পরিচালক মহাত্মা গাঁধীর ১৫০তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ জানিয়ে ছবি করার কথা ভাবেন, তখন মনোজ বাজপেয়ীর কাছে প্রস্তাব গেলে তিনি এককথায় রাজি হয়ে যান।এই ছবিতে সুভাষ ঘাইয়ের ফিল্ম ইনস্টিটিউট-এর টেকনিসিয়ান ও ছাত্রেরা কাজ করছে।

আরও পড়ুন-অভিনেতা নাগার্জুনের খামারবাড়ি থেকে উদ্ধার পচাগলা দেহ!

আরও পড়ুন- গাড়ি ছেড়ে মেট্রোয় অক্ষয়, ভক্তদের দিলেন ‘গুড নিউজ’

২০১৪-য় শেষবার পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। ছবির নাম ছিল ‘কাঞ্চী’। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। এর পর ২০১৫-য়তাঁরই ছবি হিরো-র রিমেকেপ্রযোজক হিসেবে ছিলেন তিনি।

এবারআবার পরিচালনায় ফিরলেন তিনি। ২অক্টোবর গাঁধীজয়ন্তীতে মুক্তি পাবে ‘দ্যপার্সপেক্টিভ’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE