Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৭ জানুয়ারি ২০২২ ই-পেপার

Subhashree: কেক কেটে আগাম জন্মদিন উদযাপন! রাজ সারপ্রাইজ দেবে, খুশিতে মশগুল শুভশ্রী

জন্মদিনের গান ফুরোতেই শুভশ্রী হাসতে হাসতে ছুরি বসালেন কেকের বুকে!

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ০২ নভেম্বর ২০২১ ১৯:৫০
জন্মদিনের আগেই উদ্‌যাপনে ‘রাজশ্রী’।

জন্মদিনের আগেই উদ্‌যাপনে ‘রাজশ্রী’।

রাত পোহালেই জন্মদিন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। আলোর উৎসবে বাড়তি রোশনাই। আগাম উদযাপন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দুপুরে ভুরিভোজ। বিকেলে কেক কাটা। সব মিলিয়ে উৎসবের মেজাজে রাজ-ঘরনি? চেনা হাসি ছড়িয়ে শুভশ্রী বললেন, ‘‘বলা যেতেই পারে। মঙ্গলবার আমার দলকে নিয়ে ছোট্ট করে পার্টি। ওঁরা আমার প্রিয় চকোলেট কেক এনেছিলেন। আমার রূপটান থেকে কেশসজ্জার দায়িত্বে যাঁরা, সকলেই ছিলেন। আমার ম্যানেজারও। সবাই মিলে একসঙ্গে খাওয়দাওয়াও সারলাম।’’

আনন্দের সেই ঝলক ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর ফ্যানপেজে। তাতে দেখা গিয়েছে, সকলের মধ্যমণি শুভশ্রী। পাশ্চাত্য পোশাকে, খোলা চুলে সহজ সুন্দরী। হাসিমুখে উপভোগ করছেন আগাম উদযাপন। জন্মদিনের গান ফুরোতেই হাসতে হাসতে ছুরি বসালেন কেকের বুকে! জন্মদিন, অর্থাৎ ৩ সেপ্টেম্বর কী ভাবে কাটাবেন? ‘‘বাড়িতেই থাকব, এ টুকু জানি। বাকিটা কী ঠিক করেছে রাজ, সত্যিই জানি না। হয়তো আমায় সারপ্রাইজ দেবে বলে কিছুই জানায়নি,’’ বলছেন অভিনেত্রী। শাশুড়ি লীলা চক্রবর্তীর চোখে শুভশ্রী বিয়ের প্রথম দিন থেকেই বৌমা কম, মেয়ে বেশি। তিনি কি নিজের হাতে কিছু রাঁধবেন? অভিনেত্রীর দাবি, সবটাই বুধবার জানতে পারবেন তিনি।

Advertisement

বাড়িতে সময় কাটানো মানেই বিশেষ সাজের কোনও ব্যাপার নেই। জন্মদিনের আগের দিন ধনতেরস। প্রতি বছরের মতো এই উদযাপনও সেরেছেন সোনার গয়না কিনে। শুভশ্রীর কথায়, এই রীতি তিনি আন্তরিক ভাবেই মানেন। প্রতি বছর গয়নাও কেনেন। তবে এ বছর এখনও দোকান থেকে অলঙ্কার পৌঁছয়নি তাঁর বাড়িতে।

আরও পড়ুন

Advertisement