গত দু’দিনে অভিনেত্রী সুধা চন্দ্রনের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সর্বত্র। দেখা গিয়েছিল, নাচতে নাচতে হঠাৎই লুটিয়ে পড়ছেন তিনি। শারীরিক ভাবে উপস্থিত থাকলেও মানসিক ভাবে যেন অন্য কোনও জগতে পৌঁছে গিয়েছেন। এই ভিডিয়ো দেখে নেতিবাচক মন্তব্যে ভরিয়েছে দর্শক। ভুয়ো ভিডিয়ো বলে দাবি দর্শকের একাংশের। এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী সুধা।
ভজন চলাকালীন কখনও কেঁদে ফেলছেন। কখনও আবার কাউকে কামড়ে দিতে যাচ্ছেন। যা দেখে অনেকে ভেবেছিলেন, খুবই অসুস্থ হয়ে পড়েছেন সুধা। তবে এই আলোচনায় খুবই বিরক্ত অভিনেত্রী। তিনি বলেন, “আমি কোনও সাফাই দিতে চাই না। জীবনকে আমি আমার মতো করে দেখি। আমার কারও সঙ্গে কোনও সম্পর্ক নেই। যে, যা ইচ্ছা তা-ই ভাবতে পারেন। যাঁরা ট্রোল করছেন খুব ভাল ব্যাপার, এই ভাবে নিজেদের জীবনে খুশি থাকুন।”
আরও পড়ুন:
এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরে দর্শকের একাংশের কথায়, “গভীর ভাবে আধ্যাত্মিক হতে পারলে, এমন হয়েই থাকে। কোনও মহাজাগতিক শক্তি ভর করে ভক্তদের উপরে।” তবে আর এক দলের বক্তব্য ছিল, “এই ধরনের বিষয়কে এই ভাবে গৌরবান্বিত করার কোনও অর্থ হয় না। মৃগী-সহ বিভিন্ন ধরনের অসুস্থতায় এমন হয়েই থাকে। সঠিক যুক্তি ও কারণ না জেনে কিছু দাবি করা উচিত নয়।” যদিও সুধা কাউকে কোনও উত্তর দিতে রাজি নন।