Advertisement
E-Paper

সাপের কামড়ে মৃত আকাশ, মা মনসাকে চ্যালেঞ্জ মাটির! ‘ভিডিয়ো বৌমা’ ধারাবাহিকে নতুন নায়িকার আগমন?

প্রতিদিন কাহিনিতে নিত্যনতুন টুইস্ট। ‘ভিডিয়ো বৌমা’ ধারাবাহিকে এ বার দর্শক দেখবে আদ্যোপান্ত পৌরাণিক কাহিনি। দেখা যাবে নতুন অভিনেত্রীকে?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২৫ ১৯:০৮
Sun Bangla serial Video Bouma turn into mythological story new actress enter in the plot

‘ভিডিয়ো বউমা’ ধারাবাহিকে নতুন মোড়! ছবি: সংগৃহীত।

‘ভিডিয়ো বৌমা’ ধারাবাহিকে টানটান উত্তেজনার মুহূর্ত। গত সপ্তাহে দর্শক দেখেছেন ‘হার মানা হার’ সপ্তাহ। দেখানো হয়েছিল একটি পুজোর দৃশ্য। নায়িকা মাটি তার গ্রাম কুসুমপুরে গিয়েছে স্বামী আকাশকে নিয়ে। সেখানে নোয়াজানের পুজো করেছে তারা। নোয়াজান অর্থাৎ মহাদেবের পুজো। এই সপ্তাহে আসতে চলেছে আরও এক নতুন মোড়। নতুন নায়িকার আগমন হতে চলেছে গল্পে। ভ্লগিং দিয়ে শুরু হয়েছিল ধারাবাহিকের কাহিনি। এ বার আদ্যোপান্ত বদলে যাচ্ছে কাহিনি। ধারাবাহিকের গল্প মোড় নেবে পৌরাণিক দিকে। মাটির গ্রামের বাড়িতে গিয়ে সাপের ছোবল খায় আকাশ। সেখান থেকেই গল্প ঘুরবে অন্য দিকে। নতুন অভিনেত্রীকে দেখবেন দর্শক। এই কাহিনিতে এ বার দর্শক দেখবেন মা মনসার চরিত্র। অভিনয় করবেন অভিনেত্রী চাঁদনী সাহা। ইতিমধ্যে অভিনেত্রীর লুক সেটও হয়ে গিয়েছে। শীঘ্রই প্রকাশ্যে আসবে নতুন প্রোমো।

Sun Bangla serial Video Bouma turn into mythological story new actress enter in the plot

‘ভিডিয়ো বৌমা’ ধারাবাহিকে মনসার চরিত্র দেখা যাবে অভিনেত্রী চাঁদনী সাহাকে। ছবি: সংগৃহীত।

‘ভিডিয়ো বৌমা’ ধারাবাহিকের নতুন গল্পের সঙ্গে বেহুলা-লখিন্দরের কাহিনির মিল পাওয়া যাবে। সাপের কামড়ে মৃত্যু হলে যমালয় পৌঁছোয় আকাশ। এ দিকে মাটি শপথ করে যে ভাবেই হোক ফিরিয়ে আনবে আকাশের প্রাণ। নানা কঠিন পরীক্ষা দিয়ে অবশেষে মনসার দ্বারে পৌঁছোয় মাটি। আকাশের প্রাণ ফেরাতে মনসাকে চ্যালেঞ্জ জানায়। এর পর কী ঘটবে? প্রাণ কি ফিরে পাবে নায়ক? সব মিলিয়ে গল্পে একটা নতুন নাটকীয়তা তৈরি হয়েছে। ‘ভিডিয়ো বৌমা’র কাহিনি নিয়ে অনেক আলোচনাই হয়েছে শেষ কিছু দিনে। একটি দৃশ্যকে কেন্দ্র করে সমালোচনাও হয়েছিল বিপুল। তবে এই নতুন সংযোজন দর্শকের কতটা মনে ধরবে, তা বলবে টিআরপির নম্বর।

Video Bouma Bengali Serial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy