Advertisement
১১ ডিসেম্বর ২০২৪
Suniel Shetty injury

শুটিং ফ্লোরে বুকের পাঁজরে চোট সুনীলের, করা হল এক্সরে, এখন কেমন আছেন তিনি?

ওয়েব সিরিজ়ের জন্য অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে চোট পান সুনীল। অনুরাগীদের দুশ্চিন্তা মেটাতে সমাজমাধ্যমে পোস্ট করলেন অভিনেতা।

Suniel Shetty got injured on set while filming intense action sequence and suffers rib injury

শুটিং ফ্লোরে চোট পেলেন সুনীল শেট্টি। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৭:১৪
Share: Save:

শুটিং ফ্লোরে চোট পেলেন সুনীল শেট্টি। এই মুহূর্তে অভিনেতা ‘হান্টার: টুটেগা নহি তোড়েগা’ ওয়েব সিরিজ়ের শুটিং করছেন। সিরিজ়ে রয়েছে একাধিক অ্যাকশন দৃশ্য। সূত্রের খবর, এ রকমই একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে বৃহস্পতিবার বুকের পাঁজরে চোট পেয়েছেন অভিনেতা। বলিউডে খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ।

বৃহস্পতিবার সকালে খবর ছড়িয়ে পড়ে, পাঁজরে চোট পেয়েছেন সুনীল। শুটিং ইউনিট সূত্রে খবর, একটি জটিল অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অভিনেতা। ফ্লোরে যাবতীয় নিরাপত্তার বিষয়ে খেয়াল রাখা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও অভিনেতার বুকে জোরে ধাক্কা লাগে। ফ্লোরে উপস্থিত টিম তৎক্ষণাৎ তাঁর প্রাথমিক চিকিৎসা করেন। ফ্লোরেই সুনীলের পাঁজরের এক্সরে করা হয়। আপাতত চিকিৎসকেরা অভিনেতাকে কয়েক দিনের জন্য বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

Suniel Shetty got injured on set while filming intense action sequence and suffers rib injury

ইনস্টাগ্রামে সুনীল শেট্টির পোস্ট। ছবি: ইনস্টাগ্রাম।

তবে অভিনেতার চোটের খবর ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে নিজের শারীরিক পরিস্থিতি জানিয়েছেন সুনীল। ইনস্টাগ্রামের স্টোরিতে অভিনেতা লিখেছেন, ‘‘সামান্য আঘাত, গুরুতর কিছু নয়! আমি খুব ভাল আছি এবং পরবর্তী শুটিংয়ের জন্য তৈরি হচ্ছি। আমার খোঁজ নেওয়ার জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।’’ অভিনেতার বার্তা পেয়ে খুশি অনুরাগীরা। সমাজমাধ্যমে অনেকেই সুনীলের পেশাদারি মনোভাবের প্রশংসা করেছেন।

বলিউডে সিনেমা এবং ওয়েব সিরিজ়ে ক্রমশ অ্যাকশন দৃশ্যের চাহিদা বাড়ছে। তাই প্রায়শই অভিনেতারা শুটিং ফ্লোরে চোট পাচ্ছেন। সম্প্রতি, শুটিং ফ্লোরে চোট পান দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। সুনীলের চোটের পর, শুটিং ফ্লোরে অভিনেতাদের সুরক্ষার বিষয়টি ভাবাচ্ছে ইন্ডাস্ট্রির একাংশকে।

অন্য বিষয়গুলি:

Suniel Shetty Bollywood Actor Hindi Web Series Injury Bollywood News
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy