Advertisement
E-Paper

‘চামড়া খারাপ হয়ে গিয়েছে গোবিন্দের’! বলেছেন স্ত্রী সুনীতা, কেন পুজোপাঠে খরচ করছেন সব টাকা?

সুনীতার অভিযোগ, গোবিন্দ তাঁকে টাকাপয়সা দেন না। বরং যাঁরা তাঁর স্তাবকতা করেন, তাঁদেরই গুরুত্ব দেন অভিনেতা। তাই নিজের পায়ে দাঁড়াতেই ভ্লগিং শুরু করেছেন সুনীতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১৯:৩০
Sunita Ahuja says Govinda spends lakhs on pujas, will give money to his pleaser

গোবিন্দকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন সুনীতা। ছবি: সংগৃহীত।

গোবিন্দকে নিয়ে আগেও নানা বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁর স্ত্রী সুনীতা আহুজা। একাধিক বার জানিয়েছেন, স্বামী তাঁর কথা নয় বরং আশেপাশের ‘চামচা’দের প্রাধান্য দেন বেশি। এই আবহেই সুনীতা আক্ষেপ করেই বলেন, ‘‘গোবিন্দের চামড়া নষ্ট হয়ে গিয়েছে, ওজনও কমাতে হবে।’’

সুনীতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, স্বামীর কাছ থেকে পাঁচ কামরার ফ্ল্যাট চাইবেন তিনি। যে ফ্ল্যাটে বর্তমানে থাকেন তিনি, সেই জায়গায় কুলোচ্ছে না তাঁর। তা-ই বড় থাকার জায়গা দরকার সুনীতার। যদিও তাঁর অভিযোগ, গোবিন্দ তাঁকে টাকাপয়সা দেন না। বরং যাঁরা গোবিন্দের স্তাবকতা করেন, তাঁদেরই গুরুত্ব দেন বেশি। তাই স্বর্নিভর হতেই ভ্লগিং শুরু করেছেন সুনীতা। মাত্র চার মাসেই ইউটিউবের রুপোলি ‘বাটন’ পেয়েছেন তিনি। স্ত্রীর আক্ষেপ, গোবিন্দ লাখ লাখ টাকা পুজোপাঠে খরচ করেন। প্রায় লাখ দুয়েক টাকা পুরোহিতকেই দেন। যদিও, এই বছরের করবা চৌথেই গোবিন্দের থেকে ৯০ ভরি সোনার একটি বিরাট হার উপহার পেয়েছিলেন তিনি।

ওই সাক্ষাৎকারেই সুনীতা জানান, লোকে নাকি তাঁকে বার বার স্বামীর কথা জিজ্ঞাসা করেন। গোবিন্দকে কেন অভিনয়ে দেখা যাচ্ছে না, প্রশ্ন করেন অনেকেই। কিন্তু গোবিন্দকে ফের পর্দায় ফিরতে গেলে ‌অনেক খাটতে হবে বলেই মত অভিনেতা-পত্নীর। সুনীতা বলেন, ‘‘আসলে পুজোপাঠে খরচ করলেই হয় না, নিজের মন থেকে ঈশ্বরকে ডাকতে হয়। নিজেকেই পুজো করতে হয়, লোক দিয়ে করালে হয় না। তা ছাড়া নিজের প্রতি যত্নবান হতে হয়।’’ এই প্রসঙ্গেই সুনীতার আক্ষেপ, গোবিন্দের চামড়া একেবারেই নষ্ট হয়ে গিয়েছে, অভিনেতার ওজনও কয়েক কেজি বেড়ে গিয়েছে।

Sunita Ahuja Govinda Celeb Gossip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy