কিছু দিন আগেই বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও সম্পর্ক একেবারে অটুট আছে বলে নিজেরাই জানিয়েছিলেন গোবিন্দ ও সুনীতা আহুজা। এমনকি বিবাহবিচ্ছেদের জল্পনা উড়িয়ে দিয়ে গোবিন্দ জানান, তাঁদের আলাদা করার ক্ষমতা ঈশ্বরেরও নেই। কিছু দিন আগে স্ত্রীকে ‘শিশু’ আখ্যা দিয়ে ‘ক্ষমা’ করার কথা জানান গোবিন্দ। এ বার দীপাবলির আগে মুম্বা দেবীর মন্দিরে গিয়ে পেলেন কোন সঙ্কেত?
আরও পড়ুন:
ছোটবেলা থেকে পুজোপাঠ করেন সুনীতা। মুম্বইয়ে মহালক্ষ্মী মন্দির বা মুম্বা দেবীর মন্দির তাঁর বিশেষ পছন্দের জায়গা। সম্প্রতি ভ্লগিং করা শুরু করছেন তিনি। তাঁর উদ্দেশ্য, এর মাধ্যমে নিজের অনুরাগী তৈরি করা ও অর্থ উপার্জন করা। যাই হোক, নিজের চ্যানেলের দর্শককে মুম্বা দেবী মন্দিরের দর্শনে নিয়ে যান তিনি। বহু বছর আগে গোবিন্দর সঙ্গে গিয়েছিলেন সেখানে, নিজেই বললেন। এ বার ফের দেবীদর্শনে এলেন।
সুনীতা বলেন, ‘‘অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই মন্দিরে আসার। খুব ভাল ভাবে পুজো দিলাম। আর আমি দেবীর ফুলের মালা ও সবুজ চুড়ি পেয়েছি। এটাই সঙ্কেত, আমার সিঁথির সিঁদুর মা অক্ষত রাখবেন। আর কেউ আমাদের আলাদা করতে পারবে না।’’ সুনীতা মুখে যতই বলুন যে তাঁদের মধ্যে সব ঠিক আছে, কিন্তু মাঝেমধ্যেই গোবিন্দকে নিয়ে উদ্বেগ ও আক্ষেপ যেন চেপে রাখতে পারছেন না। স্ত্রীর এমন চঞ্চল মতি সম্পর্কে অবগত গোবিন্দ। তিনি বলেন, ‘‘ওর মন পরিষ্কার। তবে এমন কিছু কথা বলে ফেলে, যেগুলো বলা উচিত নয়।’’