করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের মৃত্যুর পর থেকেই শুরু অশান্তি। সঞ্জয়ের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিজের বলে দাবি করেছেন বর্তমান স্ত্রী প্রিয়া কপূর। ইতিমধ্যেই প্রিয়ার বিরুদ্ধে মামলা করেছে করিশ্মার দুই সন্তান সামাইরা ও কিয়ান। এ বার প্রিয়াকে সরাসরি ‘ডাকাত’ তকমা দিলেন করিশ্মার প্রাক্তন ননদ তথা সঞ্জয়ের বোন মন্দিরা।
আরও পড়ুন:
আদালতে এক দিকে সঞ্জয়ের পরিবারের অন্যদের সঙ্গে মামলা চলছে প্রিয়ার। অন্য দিকে, করিশ্মার সন্তানেরা সৎমায়ের বিরুদ্ধে আদালতে অভিযোগ জানিয়েছেন। স়ঞ্জয়ের মৃত্যুর পর থেকে তাঁর সংস্থার অফিসে যাতায়াত বেড়েছে প্রিয়ার। ‘সোন কমস্টার’-এর (সঞ্জয়ের সংস্থা) ‘অ্যাডিশনাল নন এগজ়িকিউটিভ ডিরেক্টর’-এর পদ পেয়েছেন। তার পর থেকেই প্রিয়া দাবি করেন, সঞ্জয়ের সম্পত্তির দাবিদার তিনি ও তাঁর ছেলেমেয়েরা।
যদিও করিশ্মার প্রাক্তন ননদ বলেন, ‘‘সঞ্জয়ের মেয়ে একটাই, সে সামাইরা। প্রিয়ার মেয়ে সাফিরার অন্য বাবা আছে এবং তিনি জীবিত। ও (প্রিয়া) যেটা করছে সেটাকে ডাকাতি বলে। সব কিছু ওর কী করে হয়ে গেল! এটা আমাদের সম্পত্তি, সব চেয়ে বড় কথা, সঞ্জয় নিজেও এত কিছু তৈরি করে যায়নি। এটা উত্তরাধিকারসূত্রে পাওয়া। গোটা দেশের মানুষ জেগে উঠুন! দেখুন, এ কী করছে! একটা জালিয়াত!’’
প্রিয়া নাকি শাশুড়ি, অর্থাৎ সঞ্জয়ের মাকে একটা টাকাও দেননি। গোটা সম্পত্তির দলিল তিনি জাল করেছেন বলেই অভিযোগ মন্দিরার। তিনি জানিয়েছেন, সঞ্জয়ের উত্তরাধিকারী করিশ্মার সন্তানেরাই। সঞ্জয়ের বোন হুঙ্কার দেন, তিনি এর শেষ দেখে ছাড়বেন। মন্দিরা এ-ও স্পষ্ট করে দেন, তিনি জানতেন, তাঁর ভাই প্রিয়ার মেয়ে সাফিরার প্রতি কতটা যত্নশীল ছিলেন। তাই বলে দলিলে মেয়ের জায়গায় সামাইরার বদলে সাফিরার নাম মানবেন না তিনি। প্রিয়াকে সরাসরি হুঙ্কার দিয়ে তিনি আরও বলেন, ‘‘আমাদের বাড়ির উত্তরাধিকার নষ্ট করতে যেয়ো না।’’
উল্লেখ্য, সঞ্জয়ের মৃত্যুর পরেই শোনা গিয়েছিল, প্রিয়ার মেয়ে সাফিরাকে নাকি দত্তক নিয়েছিলেন সঞ্জয়। তবে এর সত্যি-মিথ্যা আদালতের বিচার্য। তবে এত বিপুল অঙ্কের সম্পত্তি নিয়ে এই লড়াই যে সহজে মেটার নয়, সেটাই স্পষ্ট করে দিয়েছেন করিশ্মার প্রাক্তন ননদ।