২০০৩ সালে শিল্পপতি সঞ্জয় কপূরকে বিয়ে করেন করিশ্মা কপূর। দুই সন্তানের বাবা-মা তাঁরা— সামাইরা ও কিয়ান। প্রায় ১৪ বছরের দাম্পত্যজীবন ছিল করিশ্মা-সঞ্জয়ের। কিন্তু সেই সম্পর্কে মোটেও সুখী ছিলেন না অভিনেত্রী। বিয়ের পর থেকে নাকি গার্হস্থ্য হিংসার শিকার হতে হয়েছে কপূর পরিবারের আদরের মেয়েকে।
সম্ভ্রান্ত পরিবারের ছেলে সঞ্জয়। মূলত গাড়ির যন্ত্রাংশের ব্যবসা তাঁর। ভারতীয় মুদ্রায় ১০,৩০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে সঞ্জয়ের। বিশ্বের অন্যতম ধনকুবেরদের তালিকায় তিনি রয়েছেন ২৭০৩ নম্বরে। আরও দুই সন্তান রয়েছে সঞ্জয়ের। তৃতীয় স্ত্রী প্রিয়া কপূরের তরফে রয়েছে দুই সন্তান। এই পরিস্থিতিতে কানাঘুষো শুরু হয়েছে, সঞ্জয়ের সম্পত্তির উত্তরাধিকার নিয়ে। কপূর পরিবারের অন্দরে কি চলছে দড়ি টানাটানি?
আরও পড়ুন:
বৃহস্পতিবার সন্ধ্যায় হবে সঞ্জয়ের শেষকৃত্যানুষ্ঠান। এ দিকে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি। সঞ্জয়ের উত্তরাধিকারী কে হবেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই দুই ছেলেমেয়েকে নিয়ে দিল্লি পৌঁছে গিয়েছেন করিশ্মা। তবে কি করিশ্মার মেয়েই ধরবেন বাবার কোম্পানির হাল?
ঘটনাচক্রে সঞ্জয়ের চার ছেলেমেয়ে, তাদের মধ্যে একমাত্র প্রাপ্তবয়স্ক করিশ্মার মেয়ে সামাইরা কপূর। স্বাভাবিক ভাবে অন্য তিন ভাই-বোনের থেকে এগিয়ে সামাইরা। যদিও সঞ্জয়ের অবর্তমানে তাঁর সংস্থা ‘সোনা কমস্টার’-এর দায়িত্ব সামালাচ্ছেন তাঁর কোম্পানির সিইও বিবেক বিক্রম সিংহ। তবে সঞ্জয়ের অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হলে কোম্পানির ডিরেক্টরেরা ভোটাভুটির মাধ্যমে নতুন সভাপতি নির্বাচন করবেন।