১২ জুন লন্ডনে পোলো খেলার মাঠে আকস্মিক মৃত্যু হয় শিল্পপতি সঞ্জয় কপূরের। সাত দিন পরে মরদেহ আনা হয় দিল্লিতে। বৃহস্পতিবার দিল্লিতেই শেষকৃত্য সম্পন্ন হয় করিশ্মা কপূরের প্রাক্তন স্বামীর। সঞ্জয়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর অন্তরালেই ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী করিশ্মা কপূর ও বর্তমান স্ত্রী প্রিয়া কপূর। বৃহস্পতিবার সকালে মু্ম্বই বিমানবন্দরের বাইরে দুই সন্তান সামাইরা ও কিয়ানের সঙ্গে ফ্রেমবন্দি হন করিশ্মা। দিল্লিতে বাবার শেষকৃত্যে উপস্থিত ছিল করিশ্মার দুই ছেলেমেয়ে। যদিও দিল্লি থেকে মুম্বই ফেরার পথে বিমানবন্দরে হাসিমুখে করিশ্মা ধরা দিতেই শুরু হয় সমালোচনা। তার পর সামনে এল প্রিয়ার ছবি।

সঞ্জয়ের শেষকৃত্যের পর কান্নায় ভেঙে পড়েন প্রিয়া। ছবি: সংগৃহীত।
বিমানের সিঁড়ি দিয়ে উঠছেন করিশ্মা। মুখে লেগে হালকা হাসি। যা দেখে হইহই করে উঠেছে অনুরাগীরা। অনেকেই নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “সম্পত্তির ভাগ নেবেন বলে এসেছিলেন!” আবার কেউ লিখেছেন, “শেষকৃত্য থেকে ফেরার সময় মুখে এত হাসি আসছে কী করে!”
অন্য দিকে, সঞ্জয়ের শেষকৃত্যের পর কান্নায় ভেঙে পড়েন প্রিয়া। চোখমুখ লাল হয়ে যায় কাঁদতে কাঁদতে। চারপাশের লোকেরা সান্ত্বনা দিলেও যেন চোখের জল বাঁধ মানছিল না তাঁর। বাবার মরদেহ দেখে ভেঙে পড়েছিল করিশ্মার ছেলে কিয়ানও। আগামী ২২ জুন দিল্লির বিলাসবহুল হোটেল হবে সঞ্জয়ের স্মরণসভা। সেখানেও কি করিশ্মা ছেলেমেয়েদের নিয়ে হাজির হবেন! সেই নিয়ে চলছে জল্পনা।