নেই মানে তিনি কোথাও নেই! ফেরার সম্ভাবনাও নেই তাঁর। নিজের জন্মদিনে সে কথা আরও একবার অনুভব করলেন প্রিয়া সচদেব কপূর। সোমবার ছিল প্রিয়ার জন্মদিন। সে দিন যেন তিনি আরও বেশি করে সঞ্জয় কপূরকে মনে করেছেন।
সেই শূন্যস্থান থেকে এ দিন প্রিয়া একটি আবেগঘন বার্তাও লেখেন। তাঁর অনুভূতি, “আজ আমার জন্য একটি কঠিন দিন। আমি সবসময় তোমার থেকে জন্মদিনের কার্ড এবং শুভেচ্ছা পাওয়ার অপেক্ষা করতাম। তোমার উপহার হত তোমার ভালবাসা, উষ্ণতায় মাখামাখি। কত প্রশংসা করতে আমার! তুমি নেই। আমার জীবনের ভালবাসা হারিয়ে এই জীবনের আর উদ্যাপন করতে পারি না।”
যে কোনও ছোট ছোট মুহূর্ত আজও প্রিয়াকে আগলে রাখে। সে কথাও বার্তায় উল্লেখ করতে ভোলেননি। তিনি লিখেছেন, “ছোট ছোট মুহূর্তেও তোমাকে আমার কাছে অনুভব করতে পারি। এ বছর যেমন আজারিয়াস আমাকে জন্মদিনের কার্ড বানিয়ে দিয়েছে। সাফিরা মাঝরাতে শুভেচ্ছা জানিয়েছে। এটাই আমার জন্য যথেষ্ট। আমাদের সন্তানদের মধ্যে দিয়েই তোমার মতো ভালবাসা, প্রশংসা খুঁজে পাই। আমি জানি তুমি আমাদের সঙ্গেই আছ।”
প্রসঙ্গত, গত বছর প্রিয়াকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা লিখে কার্ড উপহার দিয়েছিলেন সঞ্জয়। প্রিয়া সেই কার্ডের ছবি তাঁর সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন।