বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে চর্চায় উঠে এসেছিলেন সুস্মিতা সেন। খবর ছড়িয়েছিল, দুই মেয়ের পর এক পুত্রসন্তান দত্তক নিয়েছেন বঙ্গতনয়া। অনেকেই এই পদক্ষেপের জন্য সাধুবাদ জানাচ্ছিলেন তাঁকে। কিন্তু সত্যিই কি এমন কিছু করেছেন তিনি?
জল্পনার অবসান ঘটালেন সুস্মিতা নিজেই। যে খুদের সঙ্গে ছবিকে ঘিরে এত জল্পনা, তার সঙ্গেই আরও একবার লেন্সবন্দি হলেন অভিনেত্রী। সেই ছবি দিয়ে মজার ছলেই লিখলেন, একরত্তিকে ঘিরে যাবতীয় খবর নিয়ে তার সঙ্গে আলোচনা করছেন। ছবিতে দেখা যাচ্ছে, গাড়ির বনেটের উপর বসে সেই খুদে। তার দিকে তাকিয়ে রয়েছেন সুস্মিতা। দু’জনকে লেন্সবন্দি করেছেন সুস্মিতার বন্ধু এবং শিশুটির মা শ্রীজয়া।