দু’বছর আগে হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন সুস্মিতা সেন। ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাঁর অনুরাগীরা। ৯৫ শতাংশ ব্লকেজ পাওয়া গিয়েছিল হৃদ্যন্ত্রে। তড়িঘড়ি অ্যাঞ্জিয়োপ্লাস্টি করাতে হয় তাঁকে। সেই সময়টার অনুভূতি কেমন ছিল তাঁর? সাক্ষাৎকারে জানালেন সুস্মিতা।
হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পরেও সচেতন ছিলেন সুস্মিতা। এমনকি অ্যাঞ্জিয়োপ্লাস্টির সময়েও অচেতন হতে চাননি। ওই পরিস্থিতিতেও তাঁর আশঙ্কা ছিল, অচৈতন্য হওয়ার পরে ঘুমিয়ে পড়লে যদি আর কোনও দিন ঘুম না ভাঙে! অভিনেত্রী মনে করেন, তিনি সজাগ ছিলেন বলেই বেঁচে ফিরতে পেরেছেন।
আরও পড়ুন:
সেই ভয়াবহ অভিজ্ঞতা মনে করে সুস্মিতা বলেন, “আমার সব চিকিৎসকই বলবেন, আমি খুব অধৈর্য হয়ে পড়েছিলাম। অ্যাঞ্জিয়োপ্লাস্টির সময় আমি অচেতন হতে চাইনি। নিজেকে নিয়ন্ত্রণ করা আমার স্বভাবে রয়েছে। সেই স্বভাবই আমাকে অচেতন হতে সায় দেয়নি। আর এই জন্য আমি বেঁচে ফিরেছি।” সুস্মিতা জানান, সেই সময়ে তাঁর কাছে দুটি রাস্তা ছিল। একটি হল, পুরোটা সজাগ থেকে সহ্য করা। অন্যটি হল অচেতন হয়ে পড়া এবং আর কোনও দিন চোখ খুলতে না পারা। প্রথমটি বেছে নিয়েছিলেন সুস্মিতা।
সুস্মিতা আরও বলেছেন, “পুরো সময়টায় আমি খুব সজাগ ছিলাম। যন্ত্রণার মুহূর্তে অবশ হতে চাইনি। আমি দেখতে চেয়েছিলাম, ঠিক কী হচ্ছে। আমার পুরো মাত্রায় জ্ঞান ছিল। আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলাম। ওদের তাড়া দিচ্ছিলাম। কারণ, আমি আবার ছবির সেটে যাওয়ার জন্য মুখিয়ে ছিলাম।” সেই দিন জয়পুরে শুটিং করতে করতেই অসুস্থ হয়ে পড়েছিলেন সুস্মিতা। তাই চিকিৎসা করিয়ে ফের কাজে যাওয়ার অপেক্ষা করছিলেন তিনি। অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার দু’সপ্তাহ পরে তিনি কাজে যোগ দিয়েছিলেন, একটি ফ্যাশন শোয়ে।