ট্রোলিং, অপমান, অবমাননা— কী ভাবে লড়াই করতে হয় এ সবের সঙ্গে? পরামর্শ দিলেন সুস্মিতা সেনের মেয়ে রেনে। ইনস্টাগ্রাম স্টোরিতে সে এই যুদ্ধের হাতিয়ারের কথা লিখলেন রেনে। তিনি নিজেও এই লড়াইতে সামিল।
স্টোরিতে লিখেছেন, ‘যে যাই বলুক, তার ভিত্তিতে নিজেকে প্রশ্ন করবে না কোনও দিন। যারা আঙুল তোলে, সেটা তাদের সমস্যা, তোমার নয়। তোমাকে ভুল বুঝতে দাও, তোমাকে নিয়ে নানা কথা বলতে দাও। কিন্তু তুমি ভালবেসে যাও’।
কয়েক মাস আগে নেটমাধ্যমে তিনি একটি খেলা খেলছিলেন তাঁর অনুরাগীদের সঙ্গে। ‘আস্ক মি এনিথিং’ অর্থাৎ যার যেমনটা ইচ্ছে, তেমনটাই জিজ্ঞেস করতে পারেন রেনেকে। এক নেটাগরিকের প্রশ্ন ছিল, ‘আপনি নিজের জন্মদাত্রী মায়ের সম্পর্কে কিছু জানেন?’ রেনে জানিয়েছিলেন, ‘’আমি জানি, আমার মায়ের হৃদয় থেকে জন্ম হয়েছে আমার। সেটাই আমার বাস্তব’।