৯ টা মাস কেটে গিয়েছে। ইরফান নেই। কিন্তু চলে গেলেই কি আসলে চলে যাওয়া যায়?
শেষ বারের মতো নতুন করে বড় পর্দায় দেখা যাবে তাঁকে। খাতায় কলমে তাঁর শেষ ছবি ‘দ্য সং অব স্করপিয়নস’ মুক্তি পাবে নতুন বছরে। আবেগপ্রবণ প্রয়াত অভিনেতার স্ত্রী সুতপা শিকদার। স্মৃতির পাতা ওল্টালেন তিনি। ফেসবুকে ইরফানের ছবির পোস্টার শেয়ার করে লিখলেন, ‘জয়সলমেরের মাটিতে অনেক গান, রূপকথা, গল্প রয়েছে। অনুপের ছবি ‘দ্য সং অব স্করপিয়নস’ করার সময় ইরফানের সেই জায়গার সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। সে উটদের সঙ্গে কথা বলত, তারাদের সঙ্গে কথা বলত। বালির ঢিবি, গভীর রাতেদের সঙ্গে ফিসফিস করত। ভারতে মুক্তির আগে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটি দেখানোর পর ধীরে ধীরে ইরফান এই ছবির একটি অংশ হয়ে ওঠে'।
সুতপা জানিয়েছেন, এই ছবির শ্যুটিং এবং লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালকে ঘিরে তাঁদের অসংখ্য স্মৃতি রয়েছে। যত বার ইরফানের কাজের প্রদর্শনী হবে প্রত্যেক বার তা উদযাপন করার কথা বলেছেন তাঁর স্ত্রী। সুতপার কথায়, ‘শিল্পী এবং কবি হিসাবে আমরা ওকে স্মরণ করি, কারণ ও দর্শকের মনে ছাপ ফেলে যায়। তাই ওর জন্য ‘শেষ বার’ শব্দবন্ধটি ব্যবহার করা যায় না'।