ফের মালদ্বীপে দিশা আর টাইগার। বছর শেষে জমিয়ে মজা করছেন, সাদা বালি নীল জলে ভেসে বেড়াচ্ছেন হেঁটে বেড়াচ্ছেন দু’জনে। একসঙ্গে! না, তেমন কথা অতি বড় নিন্দুকেও বলতে পারবে না। নিজেদের সমাজমাধ্যমে একেবারে আলাদা আলাদা করেই নিজেদের ছুটি-ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তাঁরা।
এ বছর দীপাবলির সময়েই জুটিতে ঘুরে এসেছেন মলদ্বীপ। নীল জল আছড়ে পড়া সৈকতে সাদা বালি মাখা দিশা পাটানির বিকিনি-ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল রীতিমতো। আবার মন্দিরের কারুকাজের মতো অ্যাবসওয়ালা টাইগার শ্রফের সাঁতার দৃশ্যও আশ মিটিয়ে দেখেছিলেন অনুরাগীরা। কিন্তু, আশ মেটেনি দিশা-টাইগারেরই। মলদ্বীপ ভ্রমণের অনেকটাই বোধহয় বাকি থেকে গিয়েছিল। তাই বছরের শেষ ছুটি কাটাতেও বাকি সব গন্তব্য ছেড়ে সেই মলদ্বীপেই ফিরতে হল বলিউডের এই ‘হট অ্যান্ড ফিট’ জুটি।
রবিবারই টাইগার আর দিশাকে একসঙ্গে দেখা গিয়েছিল মুম্বই বিমানবন্দরে। তারপরই শুরু হয়েছিল জল্পনা। কোথায় যাচ্ছেন দু’জনে! জবাব মিলল সমাজমাধ্যমেই। দিশা-টাইগার দু’জনেরই ইনস্টা স্টোরিতে একের পর এক মলদ্বীপের পোস্ট।