কঙ্গনা রনৌত ও স্বরা ভাস্করের মধ্যে বাগ্যুদ্ধ লেগেই থাকে। এ বার কঙ্গনাকে খোঁচা দিলেন স্বরার স্বামী ফহাদ আহমেদ। ফের দুই ‘স্পষ্টবাদী’ অভিনেত্রীর মধ্যে বচসা বাধতে পারে বলে সিঁদুরে মেঘ দেখছেন তাঁদের অনুরাগীরা।
স্বরার স্বামী ফহাদের দাবি, কঙ্গনা অভিনেত্রী হিসেবে ভাল হলেও, রাজনীতিবিদ হিসেবে একেবারে খারাপ। সম্প্রতি স্বরা ও ফহাদ একসঙ্গে একটি সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন। সেখানে কঙ্গনাকে একটি ‘তকমা’ দিতে বলা হয় তাঁদের। সঙ্গে সঙ্গে ফহাদ বলেন, “আমি ওকে খারাপ রাজনীতিবিদ বলব। বন্যাবিধ্বস্ত মন্ডী কেন্দ্রের জন্যই এটা বলছি। এই কেন্দ্রের সাংসদ হয়েও তিনি প্রায়ই বলেন, ‘আমি আর কী করব! আমি তো প্রধানমন্ত্রী নই, মন্ত্রীও নই। প্রতিনিধি হিসেবে আমি সরকারের সঙ্গে কথা বলতে পারি মাত্র।’ সাংসদ হিসেবে নিজের কেন্দ্রের জন্য তো লড়াই করতে হবে।”
আরও পড়ুন:
২০২৪ সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে উত্তরাখণ্ডের মন্ডী কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন কঙ্গনা। তাই মন্ডী কেন্দ্রের বিধ্বস্ত অবস্থা দেখে ফহাদ বলেছেন, “তিনি ভাল অভিনেত্রী হতে পারেন। কিন্তু ভাল রাজনীতিবিদ নন।” তবে ফহাদের কথায় সম্মতি জানাননি স্বরা।
কঙ্গনার সঙ্গে নানা বিষয়ে বচসা হলেও, তাঁর প্রশংসাই করেছেন অভিনেত্রী। স্বরার মতে, কঙ্গনা কখনও হার মানতে শেখেননি। তাঁর কথায়, “ওর জীবনের যাত্রাপথের কিছু বিষয় সত্যিই অনুপ্রাণিত হওয়ার মতো। ও কখনও হার মানতে শেখেনি।”
স্বরা ও ফহাদের ভিন্ধর্মী বিয়ে নিয়ে নিন্দকেরা কটাক্ষ করেছিলেন। কিন্তু প্রশংসা করেছিলেন কঙ্গনা। সেই কথা মনে করে ফহাদ বলেন, “কঙ্গনা বলেছিলেন, আমাদের দু’জনের রসায়ন দেখে খুব ভাল লাগে।”
উল্লেখ্য, স্বরা ও কঙ্গনা একসঙ্গে দুটি ছবি ‘তনু ওয়েড্স মনু’ এবং ‘তনু ওয়েড্স মনু রিটার্নস’-এ অভিনয় করছেন।