জি বাংলার ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকে নায়িকা ‘রাধিকা’র ভূমিকায় অভিনয় করেছিলেন স্বস্তিকা। ধারাবাহিক শেষ হয়ে গেলেও তাঁর জনপ্রিয়তা কমেনি। পাশাপাশি, সুরকার-সঙ্গীত শিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টিও অজানা নয়। ইদানিং সাহসী পোশাকে, ভঙ্গিতে ফটোশ্যুট করে তিনি সেই ছবি ভাগ করে নিচ্ছেন নেটমাধ্যমে। সংস্থার অনুষ্ঠানে যোগ দিতেই তাই নড়ে বসেছেন তাঁর অনুরাগী মহল। কেউ আবার সান্ত্বনার ঢঙে বলেছেন, ‘কাজ না পেলে আর কী করবেন বলুন!’
সমস্ত কটাক্ষের তীব্র বিরোধিতা করে স্বস্তিকার বক্তব্য, ‘‘গর্ভনিরোধক ওষুধ নিয়ে কথা বলতে গেলে অন্তঃসত্ত্বা হতে হয় না। আমি জনপ্রিয়। তাই সহজেই আমার কথা সবার কাছে পৌঁছে যাবে বলে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর বেশি কিছু না।’’ অভিনেত্রীর পাল্টা প্রশ্ন, একজন সাবালিকা গর্ভনিরোধক নিয়ে যখন তখন কথা বলতে পারেন। এটা বোঝার মতো সাবালক সমাজ কবে হবে?
অনুষ্ঠানে আয়োজিত আলোচনাচক্রের সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরিচালক-অভিনেতা সুদেষ্ণা রায়। আনন্দবাজার অনলাইনের কাছে তাঁর আফসোস, ‘‘একুশ শতকের মাঝামাঝি পৌঁছেও এমন মানসিকতা যাওয়ার নয়। নারী স্বাধীনতার যুগে গর্ভনিরোধক সংস্থার হয়ে মুখ খুললেই ধেয়ে আসে কটূক্তি!’’ সুদেষ্ণা আরও বলেন, তিনি তাঁর ‘ক্রস কানেকশন ২’ সিরিজে এই মানসিকতার বিরুদ্ধে তোপ দেগেছিলেন। বার্তা দিয়েছিলেন, কোনও প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষের ব্যক্তিগত অনুভূতি নিয়ে কখনও আঙুল তোলা উচিত নয়।