Advertisement
E-Paper

তনুশ্রীর খাবারে বিষ! হাপুস নয়নে কান্নার নেপথ্যে কোন সত্য? সাফ জানালেন প্রাক্তন ভারতসুন্দরী

নিন্দকদের দাবি, তনুশ্রী যা করছেন সব নাটক! প্রচারে থাকার চেষ্টা। অবশেষে মুখ খুললেন প্রাক্তন ভারত সুন্দরী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৫:২৪
Tanushree Dutta says her crying video was due to ‘fear she faced over last 5 years

তনুশ্রীর সঙ্গে কি খারাপ কিছু ঘটতে চলেছে? ছবি: সংগৃহীত।

দিন কয়েক আগেই ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে জানিয়েছেন, তাঁর বাড়িতেই তাঁকে হেনস্থা করা হচ্ছে। মধ্যরাতে দরজায় ধাক্কা দেওয়া হচ্ছে। আবার কখনও প্রচণ্ড চিৎকার করা হচ্ছে আশপাশ থেকে। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তনুশ্রী। কিন্তু প্রতি মুহূর্তে ভয় হচ্ছে, তাঁর সঙ্গে খারাপ কিছু একটা ঘটে যাবে। শুধু তাই নয় তনুশ্রী আশঙ্কা করছেন, তাঁর পরিণতিও হবে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মতোই।

এ সবের মাঝে ফের মুখ খুললেন অভিনেত্রী। জানালেন গত পাঁচ বছর ধরে অদ্ভুত সব ঘটনা ঘটছে তাঁর সঙ্গে। তনুশ্রী বলেন, ‘‘আমি ভয়ে ভয়ে আছি সুশান্তের মতো পরিণতি না হয়! আমি সরকারের কাছে সুরক্ষার আবেদন জানাচ্ছি। এই মাফিয়াদের সঙ্গে পেরে উঠব না। এরা ভয়ঙ্কর। পুলিশ যেন এই ঘটনাকে আমার আগের অভিযোগের সঙ্গে গুলিয়ে না ফেলে। যত দ্রুত সম্ভব তদন্ত শুরু করে অনুরোধ জানাই।’’

তবে, তনুশ্রী এ সব অভিযোগ শুনে অনেকেই তাঁর দিকে আঙুল তুলেছেন পাল্টা। কেউ কেউ বলেছেন গোটাটাই নাটক। বিগবস্-এর নতুন সিজনে সুযোগ পাওয়ার জন্য নাকি এ সব করছেন। যদিও তনুশ্রী জানান, যা বলছেন সব সত্যি। প্রচারে থাকার জন্য কেঁদে কেঁদে ভিডিয়ো করেননি। অভিনেত্রী এ-ও বলেন, ‘‘গত পাঁচ বছর ধরে অদ্ভুত সব ঘটনা ঘটছে। কখনও আমার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছে। কখনও আবার আমার খাবারে বিষ মেশানো হয়েছে। আমার বাড়ির সামনেও অনেক কিছু ঘটতে থাকে। প্রচারের থাকার জন্য এ সব ভিডিয়ো বানানোর প্রয়োজন নেই। আমি প্রাক্তন মিস ইন্ডিয়া, সেটা সকলের মাথায় রাখা উচিত।’’

Tanushree Dutta Bollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy