There is a new gossip about Sara Ali Khan and Kartik Aaryan's relation dgtl
সারা-কার্তিককে নিয়ে ফের জল্পনা, সত্যিই প্রেমে পড়লেন এই জুটি?
সারা-কার্তিকের সম্পর্ক নিয়ে বলিউডে বেশ কিছু দিন ধরেই আলোচনা হচ্ছে। সারা প্রকাশ্যেই কার্তিকের সঙ্গে ডেট করার ইচ্ছে প্রকাশ করেছিলেন।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ জুলাই ২০১৯ ১৬:১০
সারা-কার্তিক। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
ইমতিয়াজ আলির শুটিংয়ে এই মুহূর্তে হিমাচল প্রদেশে রয়েছেন সারা আলি খান এবং কার্তিক আরিয়ান। শুটিংয়ে নাকি একে অপরের থেকে চোখ সরাতেই পারছেন না তাঁরা। এই জুটির অনস্ক্রিন রোম্যান্স দেখে ইউনিটের ভিতরেই নাকি তাঁদের অফস্ক্রিন সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সারা-কার্তিকের সম্পর্ক নিয়ে বলিউডে বেশ কিছু দিন ধরেই আলোচনা হচ্ছে। সারা প্রকাশ্যেই কার্তিকের সঙ্গে ডেট করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তবে সবিনয়ে তা ফিরিয়ে দিয়েছিলেন কার্তিক। সে সব ঘটনার পর ঠিক কোন জায়গায় রয়েছে এই জুটির কেমিস্ট্রি, তা নিয়ে জল্পনা কম নয়।
সারা প্রকাশ্যে কার্তিকের সঙ্গে ডেটে যাওয়ার কথা বলতে অবাক হয়েছিলেন অনেকে। কিন্তু ইমতিয়াজ তাঁর নতুন ছবির কাস্টের কথা ঘোষণা করার পর কেউ কেউ অবশ্য সারার ঘোষণাকে প্রোমোশন স্ট্র্যাটেজিও বলেছিলেন। আসল সত্যিটা কী, তা নিয়ে অবশ্য মুখ খোলেননি সারা।