নিষিদ্ধ চিনা অ্যাপ টিকটক। যার দৌলতে ছোটপর্দার পাশাপাশি এই প্ল্যাটফর্মেও ‘স্টার’ হয়ে গিয়েছেন টেলি দুনিয়ার বহু অভিনেতা-অভিনেত্রী। টিকটকের দৌলতে কারও ফ্যান ফলোয়ার্স ২ লক্ষ, কারও বা তার থেকেও বেশি। তালিকায় ভাস্বর চট্টোপাধ্যায়, সৌমিলি বিশ্বাস, রিমঝিম মিত্রের মতো সিনিয়র অভিনেতাদের সঙ্গে আছেন তিয়াসা রায়, শ্রুতি, শ্রীমা ভট্টাচার্য, নীল ভট্টাচার্য, সৈঋতি বন্দ্যোপাধ্যায়, নবনীতা, অলকানন্দা গুহ প্রমুখ।
এক দিকে অবসর বিনোদনে ইতি, অন্যদিকে জনপ্রিয়তায় ভাটা। কী অনুভূতি হচ্ছে?
‘বাবা লোকনাথ’ ভাস্বরের অকপট স্বীকারোক্তি: ‘‘খুব ভাল টাইম পাস হত, অস্বীকারের জায়গা নেই। কিন্তু সবার আগে দেশ। দেশের জন্য এটুকু তো করাই যায়!’’
কথায় কথায় আরও জানা গেল, ‘সবাই করছেন আমিও ট্রাই করি’এই মানসিকতা নিয়ে অ্যাপটি ডাউনলোড করেছিলেন ভাস্বর। ক্রমশ জনপ্রিয়তা বেড়ে অভিনেতার ফ্যান ফলোয়ার্স হয়েছিল ২ লক্ষ।
কিন্তু সেই ভাল লাগা ভাস্বরের সেদিনই মুছে গিয়েছে যেদিন গালওয়ান উপত্যকায় চিন প্রথম হামলা চালায় ভারতের উপর। ভাস্বরের কথায়, “লাদাখ এলওসি-তে যেদিন থেকে প্রথম গন্ডগোল শুরু সেদিন থেকেই টিকটক করা বন্ধ করে দিয়েছি।’’