Advertisement
২২ সেপ্টেম্বর ২০২৩
Anjana Basu

‘বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম’, দীর্ঘ অসুস্থতার পর সিরিয়ালে ফিরে বললেন অঞ্জনা! কী হয়েছিল?

শুটিং করতে করতেই অসুস্থ হয়ে পড়েছিলেন। অনেক দিন সিরিয়াল থেকে দূরে ছিলেন অঞ্জনা বসু। আবার ফিরছেন নতুন কাজ নিয়ে।

Tollywood Actor Anjana Basu was seriously ill, coming to television with new serial

সুস্থ হয়ে আবারও সিরিয়ালে ফিরছেন অঞ্জনা। — ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ১৯:১৮
Share: Save:

‘পিলু’ সিরিয়ালে মণিমা-র চরিত্রে তাঁকে দেখেছেন দর্শক। শুধু সিরিয়াল নয়, কিছু দিন আগে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘দিলখুশ’। কাজ করতে করতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী অঞ্জনা বসু। তাই তো অনেক দিন হল ছোট পর্দায় দেখা যাচ্ছে না তাঁকে। কোভিড তাঁকে এতটাই কাবু করেছিল যে, বাঁচার আশাই ছিল না। এমনটাই জানালেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইনকে অঞ্জনা বলেন, “আমার দু’বার কোভিড হয়েছে। দ্বিতীয় বার কোভিডের সঙ্গে তো ডেঙ্গিও হয়েছিল। আমার ফুসফুস, কিড্‌নি সবটাই নষ্ট হয়ে গিয়েছে। আগে সুগার ছিল না। সেই রোগও ধরে গিয়েছে। আমার জরায়ুতে একটা বিশাল আকারের টিউমার ছিল। সেটাও অপারেশন করতে হয়েছিল। আমার বাঁচার আশা ছিল না। ফিরে এসেছি। আবার পুরনো জীবনে ফিরছি, সেটাই অনেক।”

সুস্থ হয়ে আবারও সিরিয়ালে ফিরছেন অঞ্জনা। লুক সেটও হয়ে গিয়েছে। আপাতত ফ্লোরে যাওয়ার অপেক্ষা। আপাতত অভিনেত্রী শুধুই কাজে মন দিতে চান। অনেক দিনের বিরতি গিয়েছে। অনেকটা সুস্থও হয়ে উঠেছেন তিনি। অসুস্থতা নিয়েই ‘দিলখুশ’-এর শুটিং করেছিলেন তিনি। ছবির সাফল্যে তাই খুবই খুশি অঞ্জনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE