মঙ্গলবার সকাল সকাল সমাজমাধ্যমে একটি পোস্ট ভেসে উঠল। পোস্টটি করেছেন টলিপাড়ার অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। অভিনেতা তাঁর ছেলে যশোজিতের সঙ্গে দুটি ছবি দিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, তাঁরা বন্দে ভারত এক্সপ্রেসে সওয়ার হয়েছেন। ফেসবুকে পোস্ট করা ওই ছবির সঙ্গে জয়জিৎ লিখেছেন, ‘‘বাপ-ব্যাটার হাওয়াবদল। হ্যাঁ, শুধুমাত্র বাপ-ব্যাটার।’’
পিতাপুত্র কোথায় চললেন? না, কোনও উত্তর দেননি জয়জিৎ। অন্তত সমাজমাধ্যমে পুরোটাই ধোঁয়াশার মধ্যে রেখেছেন। আনন্দবাজার অনলাইনের তরফে অভিনেতার সঙ্গে যোগাযোগ করতেই জানালেন তাঁদের পরিকল্পনা। মঙ্গলবার সন্ধ্যায় শিলিগুড়িতে অরিজিৎ সিংহের কনসার্ট। সেই কনসার্ট দেখতেই উত্তরবঙ্গ সফরে বেরিয়ে পড়েছেন পিতাপুত্র। জয়জিৎ বললেন, ‘‘আমার ছেলের আইসিএসসি শেষ হল। ওর দীর্ঘ দিনের ইচ্ছে ছিল, অরিজিৎ সিংহের কনসার্ট দেখবে। তাই ওকে নিয়ে যাচ্ছি।’’
মাস কয়েক আগে কলকাতায় কনসার্ট করেছিলেন অরিজিৎ। তখন পরীক্ষার কথা মাথায় রেখেই ছেলের আবদার পূরণ করেননি জয়জিৎ। কিন্তু এ বারে তার অন্যথা হচ্ছে না। জয়জিৎ হেসে বললেন, ‘‘তা ছাড়া বন্দে ভারত এক্সপ্রেসেও চড়া বাকি ছিল। এক ঢিলে দুই পাখি। তবে সিটগুলো যা শক্ত, শরীরে ব্যথা হয়ে যাচ্ছে।’’
আরও পড়ুন:
তবে কনসার্ট দেখেই কিন্তু উত্তরবঙ্গ সফরে ইতি টানছেন না জয়জিৎ। বুধবার ভোরে ছেলেকে সঙ্গে নিয়ে তিনি রওনা দেবেন দার্জিলিংয়ের উদ্দেশে। দু’দিন থেকে আবার ফিরে আসবেন কলকাতায়। জয়জিতের কথায়, ‘‘পাহাড়, ম্যাল, গ্লেনারিজ় আর বাপ-ব্যাটার একান্তে সময় কাটানো। অনেক দিন এ রকম একটা ট্যুর বাকি ছিল।’’