জীবনের সবচেয়ে সুন্দর সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন কোয়েল মল্লিক। মা হতে চলেছেন তিনি। মল্লিক ও সিংহ পরিবার নতুন অতিথির অপেক্ষায়। আবার সার্বিক ভাবে দেখলে সময়টা বড্ড জটিল। নামীদামি থেকে সাধারণ, করোনার আতঙ্কে সকলেই ঘরবন্দি।
এমনিতে কোয়েলের দিনের প্রতিটি ঘণ্টাই ব্যস্ততায় মোড়া। কিন্তু এখন অখণ্ড অবকাশ। কী ভাবে কাটছে তাঁর সময়? প্রশ্নটা করতেই হাসলেন, ‘‘বাড়িতে থাকতে আমি এমনিতেই ভালবাসি। যখন শুট থাকে না, তখন এ বাড়িতে (বালিগঞ্জের বাড়ি) থাকি, নয়তো মা-বাবার সঙ্গে দেখা করতে চলে যাই। এখন অবশ্য পরিস্থিতির কারণে যেতে পারছি না। তাই কিছুটা মিস করছি তো বটেই।’’ সময় কাটানোর জন্য বই পড়া, ওয়েব সিরিজ়, সিনেমা দেখা তো চলছেই। ‘‘আমার বেস্ট ফ্রেন্ড আমাকে একটা বই দিয়েছে। সৌকর্যর (ঘোষাল) স্ত্রী পূজা খুব ভাল একটা বই গিফ্ট করেছে। ‘মেড ইন হেভেন’, ‘দ্য কমিনস্কি মেথড’, সিরিজ়গুলো দেখলাম, খুব ভাল লাগল। সিনেমাও দেখছি প্রচুর।’’
এ সময়ে ফিট থাকাটাও ভীষণ জরুরি। কোয়েল মনে-প্রাণে বিশ্বাস করেন, শরীর ফিট থাকলে মনও ভাল থাকে। তাঁর মা হওয়ার খবর জানানোর পর থেকে যে শুভেচ্ছাবার্তা ও ভালবাসা সকলের কাছ থেকে পেয়েছেন, তাতে তিনি অভিভূত। ‘‘তাই আমার মন এখন পজ়িটিভ এনার্জিতে ভরপুর,’’ নায়িকার গলায় আবেগ। কিন্তু ফিটনেসের সঙ্গে একটু হলেও কম্প্রোমাইজ় করতে হচ্ছে। এখন যেহেতু জিমে যাওয়া কিংবা কমপ্লেক্সের নীচে লনে হাঁটা সবই বন্ধ, তাই যোগব্যায়াম আর মেডিটেশনের মধ্যেই সীমাবদ্ধ রাখছেন নিজের ফিটনেস রুটিন।