এই শীতে বরফে মাখামাখি করছেন টলিউডের লাভবার্ড সোহিনী-রণজয়। কখনও নীল আকাশের নীচে রোদে শুকিয়ে যাওয়া ঘাসে পাশাপাশি পা ছড়িয়ে বসে পড়ছেন। কখনও আবার একসঙ্গে বসে দেখছেন সূর্যাস্ত। কখনও খাদের ধারে পা ঝুলিয়ে বসে আছেন। আবার কখনও পাহাড়ে উঠছেন ট্রেক করে। আর তুলছেন অজস্র ছবি। একে অন্যের।
লম্বা ছুটি নিয়ে সিকিমের রিনচেংপং, রাবংলা-য় ঘুরে বেড়াচ্ছেন টলিউডের দুই অভিনেতা সোহিনী সরকার আর রণজয় বিষ্ণু। আর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন প্রচুর ছবি। রোজ ঝকঝকে নীল আকাশ আর কাঞ্চনজঙ্ঘা দেখে দেখে আশ মিটছে না তাঁদের। লাইভ করে রণজয় জানিয়েছেনও সে কথা। রিনচেংপংয়ে একটা হোমস্টে-তে থেকেছেন দু’জন। সেখান থেকে গিয়েছেন রাবংলায়। ফেসবুকে বরফ কুচিতে ঢাকা পাথরে একজোড়া চায়ের গ্লাস রেখে ছবি দিয়ে লিখেছেন, ‘বরফ ভেজা সকাল’।