Advertisement
০৪ মে ২০২৪
National Film Awards 2023

এত দিন কেউ তো প্রশংসা করেনি! জাতীয় পুরস্কার পেয়ে বললেন ‘ঝিল্লি’-র পরিচালক ঈশান

জাতীয় পুরস্কারের মঞ্চে ‘ঝিল্লি’ ছবিটি দুটি বিভাগে পুরস্কার জিতেছে। পুরস্কার ঘোষণার পর আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বললেন ছবির পরিচালক ঈশান ঘোষ।

Tollywood director Ishaan Ghosh shares his reaction after Jhilli bags two awards in 69th National Film Awards

জাতীয় পুরস্কারের মঞ্চে সম্মানিত গৌতম ঘোষের পুত্র ঈশানের প্রথম ছবি ‘ঝিল্লি’। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৩ ২০:৫৬
Share: Save:

‘‘কী বলছেন কী! বিশ্বাস করতে পারছি না। আনন্দবাজার অনলাইনের কাছেই প্রথম খবরটা পেলাম’’— ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাঁর ছবি ‘ঝিল্লি’-র নাম ঘোষণার পর বললেন পরিচালক ঈশান ঘোষ। বৃহস্পতিবার জাতীয় পুরস্কারে ফিচার ফিল্ম বিভাগে স্পেশ্যাল মেনশন পেয়েছে গৌতম ঘোষের পুত্র ঈশানের প্রথম ছবি ‘ঝিল্লি’-র দুই অভিনেতা অরণ্য গুপ্ত এবং বিতান বিশ্বাস। কলকাতার অদূরে ধাপা অঞ্চলে প্রান্তিক সমাজের লড়াইকে তুলে ধরেছে এই ছবি। ঈশান বললেন, ‘‘এই ছবিটা আমরা কতটা কষ্ট করে তৈরি করেছি সেটা অনেকেই জানেন না। এখনও পর্যন্ত ওরা তো কোনও বড় পুরস্কার পায়নি। কিন্তু আমার সেই দুঃখ যে জাতীয় পুরস্কারের মাধ্যমে পূরণ হবে তা আশা করিনি।’’ এই সঙ্গে ঈশান বললেন, ‘‘এই ছবিতে ওঁরা দু’জন ন্যাচারাল ইনস্টিংক্টকে মাথায় রেখে যে ভাবে অভিনয় করেছেন সেটা হয়তো অনেকেই খেয়াল করেননি। সেটা ভাবলে খুব খারাপ লাগত। আজকে সেই দুঃখ অনেকটাই কমে গেল।’’

এরই পাশাপাশি অডিয়োগ্রাফি বিভাগে সেরা শব্দ পরিকল্পক হিসাবে পুরস্কৃত হয়েছেন ‘ঝিল্লি’ ছবির সাউন্ড ডিজ়াইনার অনীশ বসু। ঈশান বললেন, ‘‘আজ আমি ওদের প্রত্যেকের জন্য অত্যন্ত খুশি। আমার মতে, এই পুরস্কার আমাদের পুরো টিমকে ভবিষ্যতে আরও ভাল কাজ করতে সাহায্য করবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE