প্রচারের আলোয় থাকার জন্য কী না করা যায়! তাই বলে প্রেম? হ্যাঁ, এমনটাই বললেন 'তুম বিন'-এর অভিনেতা হিমাংশু মালিক। একটি নামী পত্রিকা গোষ্ঠীর তরফে তাঁকে বলা হয়েছিল, "এ বার একটা পরকীয়া করুন। গোয়ার হোটেলে উঠুন। আমরাও সেখানে পৌঁছে যাব। তার পর খবরটা ফাঁস করব।"
তারা আরও বলেছিল, "একটা প্রেম হলে এখন আপনিও খবরে থাকবেন, আর আমরাও নতুন রসদ পাব!"
সেই পরামর্শ শুনে তাজ্জব হয়ে গিয়েছিলেন হিমাংশু। বুঝেছিলেন, এ ভাবেই কাজ হয় বলিউডে! এই বুঝি শিরোনামে থাকার রসায়ন! অভিনয়ের পাশাপাশি সম্প্রতি পরিচালনায় এসেছেন হিমাংশু। ছবি 'চিত্রকূট'-এর শ্যুটিং শেষ করেছিলেন ২০১৮ থেকে '১৯ এর মধ্যেই। তার পর করোনার কারণে বিলম্ব। ছবিটি মুক্তি পেয়েছে গত ২০ মে।