বলিউডে ‘কাস্টিং’ ও ‘অডিশন’ কোনও নতুন প্রথা নয়। এ ভাবেই বরাবর অভিনেতা-অভিনেত্রীদের ছবিতে বাছাই করা হয়ে থাকে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊষা নাদকার্নি জানান, তিনি এই ‘কাস্টিং ও অডিশন সংস্কৃতি’তে বিরক্ত। অডিশন দিতে বলা হয়েছিল বলেই নাকি জ়োয়া আখতারের ‘গালি বয়’ ছবির কাজ ফিরিয়েছিলেন তিনি।
ওই সাক্ষাৎকারে ঊষা বলেন, “ওঁরা আমাকে জিজ্ঞেস করলেন, ‘আপনি এই চরিত্রটা করতে চান? তা হলে আমাদের অফিসে এসে অডিশন দিয়ে যান।’ আমি ওঁদের পালটা প্রশ্ন করি, ‘৭৮ বছর ধরে আমি কী করলাম যে, আমাকে গিয়ে অডিশন দিতে বলছেন?’” অন্য এক ঘটনার কথাও বলেন তিনি। এক অল্পবয়সি সহকারী পরিচালক তাঁকে ‘গালি বয়’ ছবির অডিশনের জন্য বলেছিলেন। “আমাকে অডিশন দিতে যেতে বলেন। ওঁর বয়স জিজ্ঞেস করি। বললেন ২৫। আমি ওঁকে বলি যে, ওঁর মায়ের বিয়ের আগে থেকে আমি কাজ করছি। আমি ও সব অর্থহীন অডিশন দিই না। ওঁকেই জিজ্ঞেস করি পরিচালকের নাম। বললেন, জ়োয়া আখতার। উত্তরে বলেছিলাম, ‘উনি তো নামী বাবার মেয়ে। আমার নাম ইন্টারনেটে দিয়ে দেখুন, আমি কী কী কাজ করেছি। আমি অডিশন দিই না। যদি আমাকে নিতে চান, তা হলে সরাসরি কাস্ট করুন।’”
আরও পড়ুন:
অক্ষয় কুমার অভিনীত ‘রুস্তম’ ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন ঊষা। সেই অভিজ্ঞতার সঙ্গে তুলনা টেনে বলেন, “ওঁরা আমাকে ডেকে পাঠান, কী করতে হবে বুঝিয়ে দেন এবং আমি আমার অভিনয়টা করে দিয়ে আসি। ওখানে আমাকে অডিশন দিতে বলা হয়নি। যথাযথ পারিশ্রমিকও দিয়ে দেওয়া হয়। এ ভাবেই তো কাজ হওয়ার কথা।” ঊষার এই মন্তব্য বেশ শোরগোল ফেলেছে নেট মহলে।