Advertisement
E-Paper

ছবি মুক্তি পাচ্ছে না ভারতে, এ বার পাক অভিনেতা ফাওয়াদকে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন বাণী

ভেবেছিলেন, আট বছরের বিরতির পর ফের বলিউডে পা রাখবেন। কিন্তু নাহ্! ফাওয়াদের সঙ্গে ঘটল একই ঘটনার পুনরাবৃত্তি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১৭:২৭
পাক অভিনেতা বলেই কি ফাওয়াদের সঙ্গে এমনটা করলেন বাণী?

পাক অভিনেতা বলেই কি ফাওয়াদের সঙ্গে এমনটা করলেন বাণী? গ্রাফিক-আনন্দবাজার ডট কম।

পহেলগাঁও ঘটনার পর ভারতে নিষিদ্ধ পাক অভিনেতা ফওয়াদ খানের ছবি ‘আবির গুলাল’। ছবির নায়িকা বাণী কপূরও নিজের দেশবাসী এবং বলিউড অভিনেতাদের থেকে যথেষ্ট অপমানিত হয়েছেন। কারণ তিনি পহেলগাঁওয়ে ঘটনা ঘটে যাওয়ার পর দুঃখপ্রকাশ না করে ফওয়াদের সঙ্গে ছবির প্রচারে ব্যস্ত ছিলেন। পরে অবশ্য দেশ জুড়ে সমালোচনার পর পহেলগাঁও ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বাণী। যদিও ভারতের পর নাকি পাকিস্তানেও নিষিদ্ধ হতে চলেছে তাঁদের ছবি ‘আবির গুলাল’। এ বার সহ অভিনেতা ফওয়াদকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন বাণীও।

সাল ২০১৬। উরি হামলার প্রভাব পড়েছিল পাকিস্তানেও। সেই সময় ভারতীয় ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ অভিনয় করেছিলেন ফওয়াদ। ছবিতে তাঁর সঙ্গে ছিলেন রণবীর কপূর, ঐশ্বর্য রাই, অনুষ্কা শর্মার মতো তারকা। সে বারেও একই সমস্যার মুখোমুখি হয়েছিল ছবিটি। ফওয়াদের অভিনয়ের কারণে ছবিটি ভারতে মুক্তি পেতেই যথেষ্ট ঝামেলা পোহাতে হয়েছিল। ঘটনার জেরে ভারতীয় ছবিতে পাক শিল্পীরা নিষিদ্ধ হয়ে যান। ভেবেছিলেন, আট বছরের বিরতির পর ফের বলিউডে পা রাখবেন। কিন্তু নাহ্! একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় হতাশ পাক নায়ক। এ বার ছবির প্রচার চলাকালীন ফওয়াদের সঙ্গে তোলা সব ছবি মুছে দিলেন বাণী। মুছলেন প্রিয় ছবির পোস্টার থেকে প্রায় সমস্ত স্মৃতি। এই আবহে ফাওয়াদ-বাণী অভিনীত এই ছবি বাক্সবন্দি হয়ে রয়েই যাবে, নাকি পরিস্থিতির বদল হলে মুক্তি পাবে এই ছবি, প্রশ্ন থেকেই যাচ্ছে।

Fawad Khan Vaani Kapoor Pahalgam Terror Attack Bollywood Movie
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy