Advertisement
E-Paper

সমকামী চরিত্রে নজর কাড়বেন কে?

কর্ণের ব্যানারে ‘দোস্তানা টু’, যেখানে সমকামী চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে।

আয়ুষ্মান ও কার্তিক

আয়ুষ্মান ও কার্তিক

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ ০০:১৬
Share
Save

শকুন বত্রার ‘কপূর অ্যান্ড সন্স’ (২০১৬)-এ সমকামী চরিত্রে অভিনেতা খোঁজার জন্য হন্যে হয়ে ঘুরেছিলেন কর্ণ জোহর। চরিত্রটি শেষে করেছিলেন ফওয়াদ খান, যিনি পাকিস্তানের শিল্পী। ওই ছবি মুক্তি পাওয়ার চার বছরের মধ্যেই বলিউডের মানচিত্রে এতটাই পরিবর্তন এসেছে যে, এই মুহূর্তের দুই অন্যতম জনপ্রিয় নায়ক সমকামী চরিত্রে অভিনয় করছেন নির্দ্বিধায়। আয়ুষ্মান খুরানার ‘শুভ মঙ্গল জ়াদা সাবধান’ মুক্তি পাবে সামনেই। আর বছরের মাঝামাঝি আসতে পারে কর্ণের ব্যানারে ‘দোস্তানা টু’, যেখানে সমকামী চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে।

ছকভাঙা চরিত্রের জন্য আয়ুষ্মান ইতিমধ্যেই নিজের জমি পোক্ত করেছেন। আর সেই চেষ্টায় রয়েছেন কার্তিকও। পরপর নামী পরিচালক ও ব্যানারে ছবি করছেন অভিনেতা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, একই ধরনের চরিত্রে অভিনয় করলেও ছবি মুক্তির ব্যবধানের জন্য আয়ুষ্মান কি অতিরিক্ত মাইলেজ় পেয়ে যাবেন? নিজের নিরাপত্তাহীনতার কথা প্রকাশ না করে কার্তিক ঘুরিয়ে জবাব দিয়েছেন, ‘‘সমকামিতা নিয়ে কথা বলা এত জরুরি হয়ে পড়েছে যে, আমরা দু’জনেই এই ধরনের চরিত্র করছি। কার ছবি আগে আসবে, সেটা বড় কথা নয়। আমরা কিন্তু কমার্শিয়াল মাইলেজ পাওয়ার জন্য লড়ছি না।’’ কার্তিকের মতে, তাঁদের এই উদ্যোগ দেখে প্রযোজকেরাও এই ধরনের ছবি করতে আরও বেশি করে এগিয়ে আসবেন।

Karan Johar Dostana 2 Kartik Aaryan Ayushmann Khurrana Shubh Mangal Zyada Saavdhan Homosexuality

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}