ছবির প্রচারে যেন কোনও খামতি না থেকে যায়! সব রকম ভাবে ‘কুলি নম্বর ওয়ান’ ছবির মেজাজ তুলে ধরার চেষ্টা করছেন তাঁরা। এ বারেও তাই। বৃহস্পতিবার সারা আলি খান ও বরুণ ধবন নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি মজাদার ভিডিয়ো আপলোড করলেন। ‘হট যা সামনে সে, তেরি ভাবি খড়ি হ্যায়’ গানে নাচছেন নতুন জুটি। কিন্তু চমক ভিডিয়োর এডিটিংয়ে। একটা করে নাচের স্টেপ ফেলছেন, আর পোশাক বদলে যাচ্ছে।
বলিউড মানেই গান আর নাচ। আর গানগুলিতে পোশাক বদলে যাওয়া। এ না হলে বলিউডের আমেজটাই পাওয়া যায় না। দর্শকদের সেই নব্বইয়ের দশকে নিয়ে গেলেন বরুণ ও সারা। ১৯৯৫ সালে গোবিন্দা ও করিশ্মা কপূরের ছবি ‘কুলি নম্বর ওয়ান’-র আসল মেজাজটা ধরার জন্যই এত কিছু!
বরুণ ধবন তো কেবল বলিউডের তারকা নন, ইনস্টাগ্রামেরও বটে। এমন একটি ভিডিয়ো পোস্ট করবেন, আর তাতে আকর্ষণীয় ক্যাপশন থাকবে না, তা তো হয় না। ভিডিয়োর উপরে লিখলেন, ‘এবার থেকে নিজের প্রেমিকাকে অর্থাৎ অন্যের বৌদিকে যখন গোটা দুনিয়ার সঙ্গে আলাপ করাবে, এই স্টাইলে করিও।’ সারা লিখলেন, ‘বৌদি এসে গিয়েছে।’ ব্যস! ভাইরাল হয়ে গেল ছোট্ট ভিডিয়োটি।