সলমনের বোনের কাণ্ড দেখে হতবাক নেটাগরিক। কী ব্যাপার? রেস্টুরেন্টে গিয়ে একের পর এক খাওয়ার প্লেট ভাঙছেন কেন তিনি? কেউ বলছেন, ‘পাগলের কাণ্ড’। কেউ আবার কারণ জানতে উৎসুক।
নেটদুনিয়া থেকেই জানা গেল, এটা আদপে একটি রীতি। গ্রীসের ঐতিহ্য। প্লেট ভাঙা নাকি শুভলক্ষণ। নতুন শুরুর প্রতীক। বিশেষত বিয়ের সময়ে এই রীতি পালন করা হয়। দুবাইতে বেড়াতে গিয়ে সলমনের বোন অর্পিতা এই রীতি পালন করলেন নিজের বান্ধবীদের সঙ্গে। ভিডিয়োটি বানানো হয়েছে একাধিক ক্লিপ কেটে কেটে। ভিডিয়োটির একটি অংশে ব্যাকগ্রাউন্ডে আবার ‘চোগাড়া তারা’ গানটি চলছে। অর্পিতার স্বামী আয়ুশ শর্মার প্রথম ছবি ‘লাভইয়াত্রি’-র জনপ্রিয় গান এটি। ইনস্টাগ্রামে ভাইরাল এই ভিডিয়ো।
সলমনের বাবা অভিনেতা সালিম খানের দ্বিতীয় পক্ষের স্ত্রী হেলেন। হেলেন ও সালিম খান দত্তক নিয়েছিলেন অর্পিতাকে। ২০১৪ সালে আয়ুশ শর্মার সঙ্গে বিয়ে হয় তাঁর। এক ছেলে ও এক মেয়ে রয়েছে অর্পিতা ও আয়ুশের। আহিল ও আয়াত।