Advertisement
E-Paper

এ বার বরুণ ধওয়ানকে বাড়ি থেকে বার করে দেবেন স্ত্রী, অভিনেতার কোন কাণ্ডে এমন সিদ্ধান্ত?

গত বছর বাবা হয়েছেন তিনি। এই মুহূর্তে মেয়ের মাকে নিয়ে ভয়ে রয়েছেন বরুণ। স্ত্রী নাতাশা নাকি যে কোনও সময় বাড়ি থেকে বার করে দিতে পারেন তাঁকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৭:৪০
Varun Dhawan reveals why wife Natasha Dalal might ‘throw me out of the house

কেন নাতাশার ভয়ে কাঁটা হয়ে থাকেন বরুণ? ছবি: সংগৃহীত।

২০২১-এ পোশাকশিল্পী নাতাশা দলালের সঙ্গে বিয়ে। ২০২৪-এ বাবা হয়েছেন বরুণ ধওয়ান, মেয়ের বাবা। অভিনেতা এখন পদে পদে বুঝছেন, তাঁর দায়িত্ব কতটা বেড়েছে। সেই উপলব্ধি থেকেই সম্প্রতি সাংবাদিকদের কাছে ‘অভিনেতা’ বরুণ নন, মুখ খুলেছেন ‘বাবা’ বরুণ।

মেয়েকে নিয়ে তিনি খুবই সংবেদনশীল। কেউ কোনও ক্ষতি করতে এলে তাঁর চরম পরিণতি করতে দ্বিধা বোধ করবেন না বলেই জানিয়েছেন। যদিও এই মুহূর্তে মেয়ের মাকে নিয়েই ভয়ে রয়েছেন বরুণ। স্ত্রী নাতাশা নাকি যে কোনও সময় বাড়ি থেকে বার করে দিতে পারেন তাঁকে।

বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছেন বরুণ ধওয়ান। সহ-অভিনেত্রীদের সঙ্গে তাঁর ব্যবহার, তাঁদের শরীর ছুঁয়ে যাওয়ার ধরন নিয়ে নানা সমালোচনা হয়েছে। এখন তিনি মেয়ের বাবা। বরুণ জানান, প্রতিদিন চেষ্টা করছেন ভাল বাবা হওয়ার, একটু একটু করে ভাল বাবা হয়েও উঠছেন। তবে মেয়ের সমস্ত দেখাশোনার দায়িত্ব স্ত্রী নাতাশার কাঁধে। তিনি শুধুই মেয়ের সঙ্গে খেলা করেন। বরুণের কথায়, ‘‘আসলে আমি তেমন কিছুই করি না। মায়ের বেশি দায়িত্ব হয় সন্তানের দেখভালের ক্ষেত্রে। তবে আমি চেষ্টা করছি লারার যোগ্য বাবা হয়ে উঠতে। কিন্তু স্ত্রীর একটাই শর্ত টিভির আওয়া়জ জোরে করা যাবে না। তেমনটা হলে বাড়ি থেকে সোজা বার করে দেবে।’’

Varun Dhawan Natasha dalal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy