বলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত অভিনেত্রী নাজ়িমা। বলিউডের বহু ছবিতে তিনি ছিলেন বাঁধাধরা ‘বোন’ বা ‘প্রিয় বন্ধু’। বি-টাউনের সেই অতিপরিচিত অভিনেত্রীর মৃত্যু হয়েছে সোমবার। বয়স হয়েছিল ৭৭। মুম্বইয়ের দাদার এলাকায় দুই পুত্রের সঙ্গে থাকতেন নাজ়িমা।
বর্ষীয়ান অভিনেত্রী মৃত্যুর খবর প্রকাশ্যে এনেছেন তাঁর তুতো বোন জ়রিন বাবু। শিশু শিল্পী হিসেবে অভিনয়ের সফর শুরু করেছিলেন নাজ়িমা। তখন তাঁর নাম ছিল বেবি চাঁদ। প্রথম ছবির নাম ছিল ‘দো বিঘা জ়মিন’। পরিচালক বিমল রায় নিজে আবিষ্কার করেছিলেন নাজ়িমাকে। ছবিতে বড় বোনের চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেত্রী। বিমল রায় পরিচালিত ‘দেবদাস’ ছবিতে পারো-র ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছিল নাজ়িমাকে। ‘বিরাজ বহু’ ছবিতে অভি ভট্টাচার্যের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। রাজ কপূর প্রযোজিত ‘অব দিল্লি দূর নেহি’ ছবিতেও অভিনয় করেছিলেন নাজ়িমা।
‘অউরত’ ও ‘ডোলি’ ছবিতে রাজেশ খন্নার সঙ্গেও অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেত্রী। ‘নিশান’ ছবিতে সঞ্জীব কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়াও ‘অভিনেত্রী’, ‘মনচলি’, ‘প্রেম নগর’, ‘অনুরাগ’, ‘বেইমান’ ছবিতেও অভিনয় করেছিলেন। ‘অ্যায়ে দিন বাহার কে’ ছবিতে আশা পরেখের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন নাজ়িমা। ‘অভিনেত্রী’ ছবিতে হেমা মালিনীর প্রিয় বান্ধবীর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
১৯৪৮ সালের ২৫ মার্চ নাসিকে জন্ম নাজ়িমার। তাঁর এক আত্মীয় হুসন বানো বিয়ে করেছিলেন পরিচালক আসপি ইরানিকে।