মুম্বইয়ে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি। শনিবার বিকেলে।
পুলিশ জানিয়েছে, মুম্বই-পুনে হাইওয়েতে এ দিন বিকেলে দুর্ঘটনার কবলে পড়েন শাবানা এবং তাঁর স্বামী গীতিকার জাভেদ আখতার।
সংবাদ সংস্থার খবর, বিকেল সাড়ে তিনটে নাগাদ মুম্বই থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে খালাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে ধাক্কা মারে অভিনেত্রীর গাড়িটি। ঘটনায় জাভেদ চোট না পেলেও গুরুতর জখম হন শাবানা। তাঁদের গাড়িটির সামনের অংশ দুমড়ে গিয়েছে। ক্ষতি হয়েছে ট্রাকটিরও। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে রায়গড়ের পুলিশ।
পুলিশ জানাচ্ছে, শাবানাকে নবী মুম্বইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
আরও পড়ুন-প্রকাশ্যে এল দীপিকার মালতী হয় ওঠার প্রস্থেটিক মেকআপের সম্পূর্ণ ভিডিয়ো
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার টুইটারে লেখেন, "শাবানাজির দুর্ঘটনার সংবাদ খুবই পীড়াদায়ক। তাঁর আরোগ্য কামনা করছি"। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইটারে লেখেন, “দুর্ঘটনার কথা শুনলাম। ওঁর দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।”
দেখুন মমতার টুইট
Heard the news about the accident. Wishing @AzmiShabana Ji a speedy recovery
— Mamata Banerjee (@MamataOfficial) January 18, 2020
উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী স্বরা ভাস্করও। টুইটারে তিনি লেখেন, “শাবানা আজমি আহত। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”