Advertisement
E-Paper

হাতছাড়া হয়েছে ‘অশ্বত্থামা’, পরের ঐতিহাসিক চরিত্রের জন্য অশ্বারোহণের প্রশিক্ষণ নিচ্ছেন ভিকি

ছবির জন্য প্রস্তুতি নিয়েছিলেন ভরপুর। চরিত্রের জন্য কসরতও করেছিলেন প্রচুর। তার পরেও ভিকির হাতছাড়া হয় ‘দ্য ইম্মর্টাল অশ্বত্থামা’। নিজের পরের ছবির জন্য আপস করতে নারাজ ভিকি কৌশল।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৩ ২০:৩০
Vicky Kaushal

ভিকি কৌশল। ছবি: সংগৃহীত।

গত কয়েক মাস ধরে পেশাগত জীবনে কিছুটা টানাপড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন ভিকি কৌশল। ‘জ়রা হটকে জ়রা বাঁচকে’ ছবিটি মুক্তি পেয়েছে। বক্স অফিসে খারাপ ফলও করেনি ভিকি ও সারা আলি খান অভিনীত এই ছবি। তবে গত কয়েক মাসে একাধিক ছবি হাতছাড়াও হয়েছে ‘মাসান’ খ্যাত অভিনেতার। যেমন পরিচালক আদিত্য ধরের ‘দ্য ইম্মর্টাল অশ্বত্থামা‌’। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতে আদিত্যর সঙ্গে জুটি বেঁধেছিলেন ভিকি। ছবির বক্স অফিস সাফল্যের পরে আরও এক বার জুটি বেঁধে ‘দ্য ইম্মর্টাল অশ্বত্থামা’ ছবিতে কাজ করার কথা ছিল আদিত্য ও ভিকির। তবে তা আর হচ্ছে না। ভরপুর প্রস্তুতি নিয়েও এমন এক পৌরাণিক ছবি থেকে বাদ পড়েছেন ভিকি। এমন অবস্থায় পরের ঐতিহাসিক চরিত্রের জন্য নিজের সেরাটা দেওয়ার জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন ভিকি। কী সেই চরিত্র?

‘জ়রা হটকে জ়রা বাঁচকে’ ছবির পরে ফের পরিচালক লক্ষ্মণ উটেকরের সঙ্গে জুটি বাঁধছেন ভিকি। মরাঠাভূমের ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে ছত্রপতি শম্ভাজি মহারাজের জীবনাবলম্বনে তৈরি হচ্ছে লক্ষ্মণের পরের ছবি ‘ছাওয়া’। ওই ছবিতে ছত্রপতি শম্ভাজি মহারাজের চরিত্রেই দেখা যেতে চলেছে ভিকিকে। চরিত্রের প্রস্তুতির জন্য ইতিমধ্যেই কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে অভিনেতাকে। খবর, অশ্বারোহণের প্রশিক্ষণও নিচ্ছেন ভিকি। এমনকি, নিজের মরাঠি উচ্চারণ স্পষ্ট ও নিখুঁত করার জন্যও উঠেপড়ে লেগেছেন তিনি। শুধু ভিকিই নন, ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যেতে চলেছে মরাঠি অভিনেতা সন্তোষ জুভেকরকেও। তিনিও ঘোড়সওয়ারির প্রশিক্ষণ নিচ্ছেন বলে খবর। চলতি বছরের অক্টোবর মাস থেকে শুরু হতে চলেছে ছবির শুটিং।

চলতি বছরের প্রথম দিকেই ভিকি শেষ করেছেন ‘স্যাম বাহাদুর’ ছবির শুটিং। ‘রাজ়ি’ ছবিতে কাজ করার পরে আরও এক বার পরিচালক মেঘনা গুলজ়ারের সঙ্গে জুটি বেঁধেছেন ভিকি কৌশল। ফিল্ড মার্শাল স্যাম মানেকশর জীবন অবলম্বনে তৈরি ছবির চিত্রনাট্য। চলতি বছরের শেষের দিকে, ১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ওই ছবি।

Vicky Kaushal Bollywood Actor Laxman Utekar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy