সম্প্রতিই মুক্তি পেয়েছে পরিচালক ওয়াজের আলির ‘সুইটহার্ট’ ছবিটি। মুক্তির সঙ্গে সঙ্গেই সাফল্য ছুঁয়েছে ছবিটি। শুধু চিত্রনাট্যই নয়। সাফল্য পেয়েছে এই ছবির গানগুলোও। দর্শকদের সবথেকে বেশি পছন্দ ‘বিধাতা’ গানটি। গানটির ভিডিও প্রকাশ হল ছবিরই মিউজিক লেবেল টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে। রিয়াজ, বাপ্পি ও মিমের অভিনয়ের পাশাপাশি গানটির কথা, সুরও নজর কেড়েছে দর্শকদের। শফিক তুহিনের কথা ও সুরে গানটি গেয়েছেন জেমস।
নীচের ভিডিওতে দেখুন সেই গানটিই:
ইউটিউবের সৌজন্য