পহেলগাঁও কাণ্ডের পর থেকেই নিন্দায় সরব হয়েছিলেন বিজয় দেবরকোন্ডা। পাকিস্তান নিয়ে মন্তব্য করে বিতর্কেও জড়িয়েছিলেন। এ বার ভারত-পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির জেরে আরও এক বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা। সমাজমাধ্যমেই সেই ঘোষণা করলেন বিজয়।
বহু দিন ধরেই বিজয়ের আসন্ন ছবি ‘কিংডম’ নিয়ে আলোচনা তুঙ্গে ছিল। ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ৩০ মে। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ‘অর্জুন রেড্ডি’ খ্যাত অভিনেতা। বিশেষ করে ছবির প্রচার করা যাচ্ছে না বলেই এই সিদ্ধান্ত তাঁর। বিজয় তাঁর ছবি ‘কিংডম’-এর পরিচালক গৌতম তিন্নৌরির সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়ে লিখেছেন, “প্রিয় দর্শকদের জানাতে চাই, আমাদের ছবি মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ৩০ মে। কিন্তু তারিখ পিছিয়ে গিয়ে ছবি মুক্তি পাচ্ছে ৪ জুলাই। আমরা চেষ্টা করেছিলাম পূর্বনির্ধারিত তারিখেই ছবি মুক্তির। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি ও পরিবেশের প্রভাব পড়েছে আমাদের ছবির প্রচারে।”
আরও পড়ুন:
বিজয় আরও বলেন, “আমরা বিশ্বাস করি, এই সিদ্ধান্ত আমাদের ছবির পক্ষেই যাবে। আমরা আপনাদের সমর্থনকে মূল্য দিই। আপনাদের সঙ্গে ৪ জুলাই প্রেক্ষাগৃহে দেখা হবে।” পোস্টের শেষে ‘জয় হিন্দ’ লেখেন বিজয়।
কিছু দিন আগেই পহেলগাঁও কাণ্ডের নিন্দা করতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা। বিজয় বলেছিলেন, “পাকিস্তানকে আক্রমণ করার কোনও প্রয়োজনই মনে করে না ভারত। তার কারণ, পাকিস্তানের মানুষই নিজেদের সরকারকে নিয়ে বীতশ্রদ্ধ। পাকিস্তান তো ৫০০ বছর আগের আদিবাসীদের মতো আচরণ করে। কোনও উপস্থিত বুদ্ধি ছাড়াই ওরা যুদ্ধ করতে নামে।” আদিবাসীদের প্রসঙ্গ টেনে আনায় বিতর্কে জড়িয়েছিলেন তিনি। আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে ক্ষমাও চান তিনি।