Advertisement
E-Paper

৩৯ জনের মৃত্যুর ঘটনায় বিজয় ‘মর্মাহত’, তামিলনাড়ু সরকারের কাছে কী আর্জি কমল-রজনীকান্তের

প্রিয় নায়ককে একবার ছুঁয়ে দেখার চেষ্টা। তাতেই প্রাণ গেল ৩৯ জনের। আহত একাধিক। এই ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছেন বিজয়। প্রতিক্রিয়া জানালেন রজনীকান্ত-কমল হাসনরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪১
(বাঁ দিক থেকে) কমল হাসন, থলপতি বিজয়, রজনীকান্ত

(বাঁ দিক থেকে) কমল হাসন, থলপতি বিজয়, রজনীকান্ত গ্রাফিক: আনন্দবাজার ডট কম

শনিবার তামিলনাড়ুর করুরে তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে) দলের প্রতিষ্ঠাতা থলপতি বিজয়ের ডাকে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। সভার মূল বক্তা ছিলেন অভিনেতা বিজয়। সেখানেই ঘটে যায় পদপিষ্টের ঘটনা। প্রিয় নায়ককে একবার ছুঁয়ে দেখার চেষ্টা। তাতেই প্রাণ গেল ৩৯ জনের। আহত একাধিক। এই ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছেন বিজয়। এই ঘটনার পর প্রতিক্রিয়া জানালেন রজনীকান্ত-কমল হাসনরা।

বিভিন্ন সূত্রের খবর, প্রাথমিক ভাবে ৩০ হাজার মানুষের জমায়েতের অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু অভিনেতা তথা রাজনীতিককে দেখতে জড়ো হয়েছিলেন প্রায় দ্বিগুণ মানুষ। আট থেকে আশি মিলিয়ে ৬০ হাজারের বেশি মানুষ ওই সভায় উপস্থিত ছিলেন। সভা শুরু হওয়ার কথা ছিল দুপুরে। কিন্তু অভিযোগ, প্রায় ছ’ঘণ্টা দেরিতে সভাস্থলে পৌঁছোন বিজয়। ততক্ষণে ভিড় লাগামছাড়া হয়ে গিয়েছে। শিশুরা গরমে অসুস্থ হতে শুরু করে। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ পদপিষ্টের ঘটনাটি ঘটে। একেবারে হূলস্থূল পড়ে যায়।

এই ঘটনার পরে বিজয় জনসভা থেকে চেন্নাই বিমানবন্দরের উদ্দেশে বেরিয়ে যান। পরে তিনি এক্স হ্যান্ডলে শোক প্রকাশ করে লেখেন, “এই পদপিষ্টের ঘটনায় আমি মর্মাহত। এই দুর্ঘটনায় আমি এতটাই শোকস্তব্ধ যে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমি মৃতদের পরিবারকে সমবেদনা ও সহানুভূতি জানাই। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করি।” এই ঘটনা যে বিজয়ের রাজনৈতিক কেরিয়ারে বড় অভিঘাত তৈরি করতে পারে ধারণা রাজনৈতিক মহলে।

এই ঘটনার প্রতিক্রিয়া দিয়ে অভিনেতা রজনীকান্ত লেখেন, ‘‘এত গুলো নিষ্পাপ মানুষের প্রাণনাশের ঘটনায় আমার মনে গভীর বিষাদের তৈরি করেছে। যাঁরা নিজের প্রিয়জনকে হারিয়েছেন আমি সেইসব পরিবারের প্রতি সমব্যথী।’’

প্রবীণ অভিনেতা কমল হাসনও এখন রাজনীতিতে। তিনি সরাসরি তামিলনাড়ু সরকারের কাছে আর্জি জানান। তিনি ঘটনার পরেই এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘কারুরের এই ঘটনা ভিতর থেকে নাড়া দিয়ে গিয়েছে আমাকে। ওখানে দমবদ্ধ হয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন সেই সব পরিবারের প্রতি আমার সমবেদনা। আমি তামিলনাড়ু সরকারের কাছে অনুরোধ করব, সবাইকে উদ্ধার করে যত দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন।’’

Thalapathy Vijay Kamal Haasan Rajnikanth South Indian Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy