Advertisement
E-Paper

‘আমি বাঙালি, ভাইফোঁটা দেখেই বড় হয়েছি!’ বোনের থেকে রাখিতে কী শেখার চেষ্টা করেন বিক্রম?

তাঁর কাছে রাখিবন্ধনের তুলনায় ভাইফোঁটার উদ্‌‌‌‌‌‌‌যাপনের মাহাত্ম্য অনেক বেশি। তাঁর চোখে কেমন এই উৎসব আনন্দবাজার ডট কম-কে জানালেন বিক্রম চট্টোপাধ্যায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১৬:৫৪
রাখিবন্ধন না রক্ষাবন্ধন, বিক্রমের পছন্দ কোনটা?

রাখিবন্ধন না রক্ষাবন্ধন, বিক্রমের পছন্দ কোনটা? ছবি: সংগৃহীত।

রাখিবন্ধন না রক্ষাবন্ধন? বাঙালি-অবাঙালি তরজা জারি থাকলেও বাংলার ঘরে ঘরে সাধারণ মানুষের মতো তারকারাও রাখিবন্ধন উৎসবে শামিল হন। তবে, সেখানে থাকে শুধুই হাতে হাতে বেঁধে দেওয়া রাখির উদ্‌যাপন। অন্য রাজ্যের মতো মন্ত্র বা পুজোপাঠের আয়োজন হয় না। কারও কারও ঘরে অবশ্য পূর্ণিমার পুজো হয়। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ও জানালেন সে কথাই। তাঁর কাছে ভাইফোঁটার গুরুত্ব অনেক বেশি। কিন্তু রাখি কি বাঁধেন না তাঁর বোন?

আনন্দবাজার ডট কম-কে বিক্রম জানালেন, তিনিও বোনের হাতের রাখি পরেন। চেষ্টা করেন এ দিনের মধ্যাহ্নভোজনটা বোনের সঙ্গে করার। কিন্তু খুব যে মাতামাতি রয়েছে, তেমনটা নয়। অভিনেতার কথায়, “আমার কাছে ভাইফোঁটার মাহাত্ম্য অনেক বেশি। আমি তো বাঙালি, আমরা ও ভাবে বড় হয়েছি। ভাইফোঁটার সঙ্গে অনেক আচার-বিধান জড়িয়ে রয়েছে। ভাইয়ের মঙ্গলকামনায় বোনেরা নানা রকম মন্ত্র বলে।” কোনও ভাবে তাঁর বোন মন্ত্রোচ্চারণে ভুল করলেই মশকরা শুরু করেন অভিনেতা, জানালেন অকপটে। ভাইফোঁটার সন্ধ্যায় বাড়িতে আসেন আত্মীয়পরিজন। এলাহি একটা আয়োজন।

তবে, ভাইফোঁটার মতো না হলেও রাখিতে বোন তাঁর বাড়ি আসেন। দাদার ছোট ছোট চাহিদাগুলি খেয়াল রাখেন তিনি। বিক্রমের কথায়, “আমার কী দরকার ও ঠিক জানে। আমি না চাইতেই সেটা নিয়ে চলে আসে উপহার হিসাবে। আমিও ওকে উপহার দিই। কিন্তু সত্যি বলছি, ও না চাইলে বুঝতে পারি না ওর কী চাই। এই না-চাইতে বুঝে নেওয়ার কৌশলটা ওর থেকেই শিখে নিতে হবে আমাকে।”

বাঙালি-অবাঙালি তরজায় এই মুহূর্তে সরগরম রাজনীতি। সংস্কৃতি, উৎসব আর ভাষা— কোথায় যেন বৈচিত্রের মধ্যে ঐক্যের দেশ ভারতের তাল কাটছে ইদানীং। বর্তমান পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল অভিনেতা বলেন, “বিভিন্ন প্রদেশের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলেন। সবার পক্ষে তো সব ভাষা আয়ত্ত করা সম্ভব নয়। যা ঘটছে তা দুভার্গ্যজনক।”

Rakhi 2025 Vikram Chatterjee Bengali Actor Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy