Viral: Bond girl Olga Kurylenko tests positive for coronavirus dgtl
করোনার আক্রমণ থেকে রেহাই পেলেন না জেমস বন্ডের বান্ধবীও
ইনস্টায় তিনি জানিয়েছেন, ‘‘গত এক সপ্তাহ ধরেই তিনি জ্বর ও দুর্বলতায় ভুগছিলেন। তারপর করোনাভাইরাস টেস্ট করাতে তা পজিটিভি আসে।’’
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২০ ১৫:১৬
ওলগার ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবি।
করোনাভাইরাসে আক্রান্ত হলেন জেমস বন্ডের বান্ধবীর চরিত্রে অভিনয় করা ওলগা কুরলেনকো। নিজেই ইনস্টাগ্রামে সে কথা জানিয়েছেন ওলগা। ইনস্টাতে একটি বন্ধ জানালার ছবি দিয়েলিখেছেন, নিজেকে ঘরে বন্দি করে রেখেছেন।
ওলগা শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। ইনস্টায় তিনি জানিয়েছেন, ‘‘গত এক সপ্তাহ ধরেই তিনি জ্বর ও দুর্বলতায় ভুগছিলেন। তারপর করোনাভাইরাস টেস্ট করাতে তা পজিটিভি আসে।’’ সকলকে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন ওলগা।
বছর চল্লিশের ওলগা ইউক্রেনে জন্মগ্রহণ করেন। ১৩ বছর থেকেই মডেলিং জগতে পা রাখেন। সব থেকে বেশি পরিচিতি পান ২০০৭ সালে ড্যানিয়েল ক্রেগের সঙ্গে ‘জেমস বন্ড’-এর ‘কোয়ান্টাম অফ সোলেস’-এ অভিনয়ের জন্য। তার পর ২০১৩ সালে সায়েন্স ফিকশন সিনেমা ‘অবলিভিয়ন’-এও অভিনয় করেন ওলগা কুরলেনকো।