Viral: make up video of Bollywood actress Sunny Leone dgtl
সানির মেকআপের ভিডিয়ো ভাইরাল নেটদুনিয়ায়
সেই মেকআপের ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপলোড করেছেন তিনি।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০৩
সানি লিওনে। ফাইল চিত্র।
পর্নতারকা থেকে বলিউড অভিনেত্রী হয়েছেন তিনি। সেখানে তাঁর উজ্জ্বল উপস্থিতি নজর কেড়েছে সকলের। অভিনয়ের পাশাপাশি মডেলিংও করেন তিনি। নিজের সেই সব কাজকর্মের ছবি-ভিডিয়ো সানি লিওনে নিয়মিত আপলোড করেন নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে। মঙ্গলবার তাঁর আপলোড করা সে রকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
পেটা ফোটোশুটের জন্য সানির মেকআপ করা হচ্ছিল। সেই মেকআপের ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপলোড করেছেন তিনি। আপলোডের একদিনের মধ্যে সাড়ে ছ’লক্ষেরও বেশি ইউজার লাইক করেছেন তাতে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, সানির উন্মুক্ত পিঠ। ফোটোশুটের জন্য সানির পিঠে মেকআপ আর্টিস্ট লাগাচ্ছেন কৃত্রিম চামড়া। তবে এই মেকআপের ভিডিয়োর মাধ্যমে নিজের ভক্তদের উদ্দেশেও বার্তা দিয়েছেন তিনি। কোনও প্রাণীকে আঘাত না করার জন্য ভক্তদের কাছে অনুরোধ করেছেন তিনি। দেখুন সেই ভিডিয়ো—