অভিনেত্রী সানি লিওনিকে অনেকেই পছন্দ করেন। কিন্তু জানেন কি, লস অ্যাঞ্জেলসের কোন দু’টি জিনিস তিনি সব থেকে বেশি পছন্দ করেন? নিজের ইনস্টাগ্রামে পছন্দের কথা জানালেন সানি, সঙ্গে ছবিও পোস্ট করলেন। পোস্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেই ছবিতে ফলোয়ারদের লাইকের বন্যা বইছে।
স্বামী ড্যানিয়েল এবং সন্তানদের সঙ্গে কয়েক মাস ধরে লস অ্যাঞ্জেলসে রয়েছেন মডেল, অভিনেত্রী সানি লিওনি। সেখান থেকেই তাঁর ফলোয়ারদের জন্য ইনস্টাগ্রামে একের পর এক ছবি পোস্ট করে চলেছেন। জানিয়েছেন, লস অ্যাঞ্জেলসের জীবন তাঁর কেমন কাটছে।
আজ বৃহস্পতিবার সানি জানালেন, লস অ্যাঞ্জেসলের কোন দু’টি জিনিস তাঁর সব থেকে প্রিয় এবং তা তাঁর ফলোয়ারদের কাছে তুলে ধরলেন তিনি। সুইমিং কস্টিউমে স্বামীর সঙ্গে পুলে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেছেন সানি। সেখানে তিনি জানিয়েছেন, "সূর্যালোক আর স্বামী ড্যানিয়েল, লস অ্যাঞ্জেলসের বিষয়ে তাঁর সব থেকে প্রিয়।"
দেখুন সেই পোস্ট:
Best thing about LA is the sunshine and this guy...lol @dirrty99 😍
সানির স্বামী মার্কিন নাগরিক ড্যানিয়েল নিউ ইয়র্কে জন্মগ্রহণ করলেও তাঁর লস অ্যাঞ্জেলসে ব্যবসা রয়েছে। সেখানেই তাঁর একটি স্টুডিও রয়েছে। নিজের একটি প্রোডাকশন হাউস চালান ড্যানিয়েল। তিনি একটি রক ব্যান্ডের লিড গিটারিস্টও।
আরও পড়ুন: মাদক চক্রে এক মহিলার গ্রেফতারি নিয়ে রিয়ার ১১ বছরের পুরনো টুইট ফের ভেসে উঠল
আরও পড়ুন: নেটফ্লিক্সে গোপন কোড হ্যাক করে নিল ১২ বছরের কিশোরী, দেখুন সেই ট্রিক
স্বামীর সঙ্গে পুলে তোলা ছবি সানির পোস্ট করার কিছুক্ষণ পরে ড্যানিয়েলও পোস্ট করেন। লস অ্যাঞ্জেলসে তাঁরা দু’জনেই ছুটি কাটানোর বেশ কিছু ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তাঁদের ফলোয়াররাও লাইক দিতে কোনও কার্পণ্য করেননি সেই সব ছবিতেও। সানির পোস্টে চার ঘণ্টার মধ্যেই ১০ লাখের বেশি লাইক পড়েছে।
সানি ও ড্যানিয়েলের পোস্ট:
Brought home this beast yesterday! Every time I drive this car I am so happy! @maserati @maseratiusa
Yay!! Nothing like picking up my new @maserati 😍with @dirrty99!!
Enjoying the extremely hot LA weather!!
Find some good in all the crazy of life and you will keep Sane with @sunnyleone !!!! D;)X!!!