যত দিন যাচ্ছে শুধু অভিনয় দিয়ে নয়, নিজের আচার আচরণ দিয়েও ভক্তদের মনে আরও বেশি করে জায়গা করে নিচ্ছেন দীপিকা পাড়ুকোন।কদিন আগেই বিমানবন্দরে নিরাপত্তা কর্মীকে যেভাবে উত্তর দিয়েছিলেন তাতে সবাই তাঁর প্রশংসা করেন। এবার এক আলোকচিত্রীকে মজা করে বললেন, ‘আয়, বোস’।
বিমানবন্দর থেকে বেরিয়ে যাচ্ছিলেন দীপিকা পাড়ুকোন। সামনে দাঁড়িয়ে থাকা চিত্র সাংবাদিকদের একের পর এক ফ্ল্যাশের ঝলকানি চলছিল। দীপিকাকে ঘিরে ধরেছিলেন তাঁরা। তাঁদেরই মধ্যে একজন খুব কাছে চলে আসেন। দরজা খুলতে খুলতে দীপিকা মজা করেগাড়ির দিকে ইঙ্গিত করে বলেন, “আজা বয়েঠ যা (আয় বোস)।”
এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হতে সময় নেয়নি। সেই সঙ্গে তাঁর রসবোধের প্রশংসায় ভরে যাচ্ছে কমেন্ট বক্স। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, স্বামী রণবীরের সান্নিধ্যে তিনি আরও বেশি রসিক হয়েছেন। রণবীর যে কোনও পরিস্থিতিতে সবাইকে মজা করে মাতিয়ে রাখতে পারেন।
আরও পড়ুন : মেসি সেজে ২৩ মহিলার সঙ্গে প্রতারণার অভিযোগ
আরও পড়ুন : দিনের আলোয় গুলিতে নিহত কংগ্রেস নেতা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সেই ছবি
Her amazing sense of humor 😍❤😁 #deepikapadukone