Viral Video: Bollywood Actress Nusrat Bharucha Jet skiing in Maldives dgtl
গোলাপি-কালো বিকিনিতে জেট-স্কি করে সমুদ্র মাতালেন এই বলি নায়িকা, দেখুন ভিডিয়ো
কালো ও গোলাপি রঙের বিকিনি পরে তাঁকে জেট-স্কি চালাতে দেখা যাচ্ছে। কখনও আবার লাস্যময়ী ভঙ্গিতে শুয়ে থাকতে দেখা যাচ্ছে জেট-স্কির উপরে।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ১১:১৫
মলদ্বীপে ছুটিতে নুসরত। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
‘কাল কিসনে দেখা’ ছবিতে অভিনয় করে ২০০৯-এ বলিউডে জগতে পা রাখেন তিনি। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’ ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকের। আয়ুষ্মান খুরানার সঙ্গে তাঁর ‘ড্রিম গার্ল’ ছবি বক্স অফিসে হিট হয়। তিনি বলিউড অভিনেত্রী নুসরত বারুচা। বর্তমানে শুটিং থেকে নিজেকে দূরে রেখে ছুটি কাটাচ্ছেন মলদ্বীপে।
মলদ্বীপে ছুটি কাটাতে গিয়ে প্রকৃতির অপরূপ শোভার মধ্যেই নিজের সৌন্দর্য মেলে ধরা নুসরতের ছবি ক’দিন আগেই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। বিকিনি পরে সুইমিং পুলে প্রাতরাশ করার সেই ছবি উষ্ণতা ছড়িয়েছিল নেটদুনিয়ায়।
ছুটি কাটানোর আরও একটি ছবি ও ভিডিয়ো বুধবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পোস্ট করেছেন নুসরত। সেখানে কালো ও গোলাপি রঙের বিকিনি পরে তাঁকে জেট-স্কি চালাতে দেখা যাচ্ছে। কখনও আবার লাস্যময়ী ভঙ্গিতে শুয়ে থাকতে দেখা যাচ্ছে জেট-স্কির উপরে। সেই ভিডিয়ো প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মধ্যেও চোখ সরানো যাচ্ছে না নুসরতের থেকে।
মলদ্বীপে ছুটি শেষ করে যে তাঁর ফেরার পালা চলছে, সে কথাও নিজের পোস্টের মাধ্যমেই জানিয়েছেন এই অভিনেত্রী। দেখুন সেই ভিডিয়ো—