তিনি পর্দায় আসা মানেই দর্শকরা আশা করেন, হাসির রোল উঠবে। আর নতুন বছরেও তাঁর ফলোয়ারদের সেই হাস্যরস থেকে বঞ্চিত করলেন না জনি লিভার। নিজের স্টাইলেই নতুন বছরের শুভেচ্ছা জানালেন। গাইলেন “হাম কালে হ্যায় তো ক্যায়াহুয়া...।”
গায়ে লাল রঙের গোল গলা টি-শার্ট, হাতে সোনালি রঙের মাইক্রোফোন ধরা। আর জনি লিভার, ১৯৬৫ সালের সাসপেন্স-থ্রিলার ‘গুমনাম’-এ মেহমুদের উপর চিত্রিত “হাম কালে হ্যায় তো ক্যায়া হুয়া দিলওয়ালে হ্যায়...” গাইছেন। গানের সঙ্গেই জনি নিজের কমেডি স্টাইলে নাচছেন।
ভিডিয়োতে অনেকের হাততালি ও উচ্ছ্বাসের শব্দ পওয়া যাচ্ছে। যা থেকে মনে হচ্ছে, বছরের শেষ দিনে কোনও ঘরোয়া জমায়েতে সবাই আনন্দে মেতে উঠেছেন। আর জনি তাঁদের সামনে গাইছেন। সেখানে উপস্থিত কেউজনির নাচ-গান দৃশ্য রেকর্ড করেন।
আরও পড়ুন: এই শীতে মস্কোর রাস্তায় টন টন কৃত্রিম বরফ প্রশাসন ঢালছে!
জনি লিভার নিজের ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। প্রচুর মানুষ কমেন্ট বক্সে জনিকেও নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। এখনও পর্যন্ত জনির ‘কালে হ্যায়...’ দেখেছেন প্রায় ৩৪ হাজার ইউজার।
আরও পড়ুন: বাড়ির ‘আবর্জনা’র সঙ্গেই ফেলে দিলেন ১৪ লাখ টাকা, তার পর...
দেখুন জনি লিভারের নাচ:
Goodbye 2019 #Mehmood Bhai style!...
— Johny Lever (@iamjohnylever) December 31, 2019
Wishing you a HAPPY NEW YEAR in advance🙏 #hny #2020#karaoke #funtimes pic.twitter.com/isFskNfgKj