নিজের জায়গা পাকা করতেই বলিউডে পা রেখেছেন সারা আলি খান। গত বছর ‘কেদারনাথ’ ও ‘সিম্বা’ ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। পরবর্তী ছবি ‘কুলি নম্বর ১’-এর জন্য মুখিয়ে আছেন দর্শকরা। স্বাভাবিক ভাবেই সারার ব্যক্তিগত জীবন ও সেই জীবনে পুরুষের আনাগোনা নিয়েও প্রায়শই চর্চা হয় নেটদুনিয়ায়।
সারার বয়ফ্রেন্ড কার্তিক আরিয়ান। এই গুঞ্জন বাজারে অনেকদিন ধরেই। সারার বিভিন্ন অনুষ্ঠানে কার্তিকের উপস্থিতি এবং তাঁর সঙ্গে সারার ছবি সেই জল্পনাকে আরও উস্কে দেয়। শনিবার দিল্লিতে একটি ফ্যাশন শোয়ে মডেলিং করছিলেন সারা। ঘিয়ে রঙের লেহঙ্গা পরে যখন র্যাম্পে হাঁটছিলেন তিনি,তখন তাঁকে মোহময়ী লাগছিল। র্যাম্পের সেই সারাকে দেখে দর্শকাসনে উচ্ছ্বসিত হয়ে পড়েন কার্তিক। সেই সময় কার্তিকের সঙ্গে ছিলেন তাঁর ভাই ইব্রাহিম আলি খানও। তাঁকেও দেখা যায় কার্তিকের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করতে।
আর এই সব ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। নেটিজেনরা বলছেন, আরিয়ানের উচ্ছ্বাসই সারার প্রতি তাঁর ভালবাসার প্রকাশ।
আরও পড়ুন: বাস্তবের ‘গালি বয়’কে চেনেন? ঢাকার বস্তি থেকে উঠে এখন বাংলা র্যাপের ধামাকা
আরও পড়ুন: ‘ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দম লাগে’