খোলামেলা পোশাকে নিজেকে জনসমক্ষে তুলে ধরতে বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়ার জুড়ি মেলা ভার। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাঁর অ্যাকাউন্ট খুললেই তা দিব্যি বোঝা যায়। এই অভিনেত্রী সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। সেখানে ‘নাগিন নাচ’ করতে দেখা গিয়েছে তাঁকে। সেই ভিডিয়ো এখন ভাইরাল।
ভিডিয়োতে শার্লিনকে দেখা যাচ্ছে কালো রঙের একটি আঁটোসাটো পোশাকে। তা পরে নাগিন ডান্স করছেন তিনি। সেখানে একটি বাচ্চা মেয়েকেও দেখা যাচ্ছে। মাটিতে শুয়ে সেও করছে নাগিন নাচ। শার্লিন তাকে নিজের নাচের সঙ্গে যোগ দিতে আহ্বান করছেন। কিন্তু মেয়েটির তা নিয়ে ভ্রুক্ষেপ নেই। সে নাচছে নিজের ছন্দেই।
এর আগে নাগিন নাচে দেখা যায়নি শার্লিনকে। এ বার সেই নাচ দেখে উৎসাহিত ভক্তরা নিজেদের মন্তব্য জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: পর্দায় ঘনিষ্ঠ চুম্বন থেকে নগ্নদৃশ্য, কেরিয়ারের জন্য বিয়েও ভাঙেন মল্লিকা
আরও পড়ুন: সুশান্ত কাণ্ডে এখনও পর্যন্ত খুনের কোনও প্রমাণ পাওয়া যায়নি: সিবিআই
This show has become so famous that now even kids are playing Naagin Naagin 🐍 #sherlynchopra