বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অ্যাকশন হিরো হিসাবে। এই অ্যাকশন হিরো তিনি একদিনে হয়ে যাননি। নিজেকে ফিট রাখতে জিমে ভয়ঙ্কর পরিশ্রম করেন তিনি। কিন্তু জিমে ঠিক কতটা পরিশ্রম করতে হয় তাঁকে? তাঁর নমুনা টাইগার দেখিয়েছেন রবিবারে করা নিজের ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। আর টাইগারের সেই পরিশ্রম দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা।
জিমে ওজন তোলার সেই ভিডিয়ো রবিবার ইনস্টাগ্রামে পোস্ট করার পরই ভাইরাল হয়েছে। পোস্ট করার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রায় ১৮ লক্ষ ইউজার দেখে ফেলেছেন সেই ভিডিয়ো। আর নিজেকে ফিটনেসকে অন্য উচ্চতায় নিয়ে যেতে টাইগারের এই প্রয়াসে মুগ্ধ হয়েছে নেটদুনিয়া।
সেই ভিডিয়োতে টাইগারকে দেখা যাচ্ছে জিমের ভিতর কসরত করতে। সেখানে ট্রেনারের উপস্থিতিতে ২০০ কেজি ওজন তুলছেন টাইগার! আর তাই দেখে অভিনেতা ঈশাণ খট্টর টাইগারকে অ্যাখ্যা দিয়েছেন ‘সুপার হিউম্যান’ হিসাবে।
আরও পড়ুন: মুখর বাদল দিনে...
আরও পড়ুন: একসঙ্গে অর্ক-সোহিনী