সদ্য বাগ্দান ভেঙেছে অভিষেক বচ্চন-করিশ্মা কপূরের। উভয়েই উভয়কে খুব ভালবাসতেন। বাগ্দান ভাঙার ঘটনা তাই গভীর ভাবে ছাপ ফেলেছিল করিশ্মার মনে। সেই ধাক্কা ভুলতেই কি তিনি সম্পূর্ণ অপরিচিত ব্যবসায়ী সঞ্জয় কপূরের হাত ধরেছিলেন? দিনকয়েক আগে প্রাক্তন স্বামীকে হারিয়েছেন অভিনেত্রী। তার পরেই পরিচালক সুনীল দর্শনের কিছু বক্তব্য নতুন করে সঞ্জয়-করিশ্মার সম্পর্ককে কাঠগড়ায় তুলেছে। পরিচালক খুব কাছ থেকে অভিনেত্রীকে চেনেন। সেই সুবাদে তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, করিশ্মা চেয়েছিলেন বিয়ের পর অভিনয় ছেড়ে সুখে ঘরকন্না করবেন! কিন্তু সে আর হল কই?
ভাঙা মন জুড়তে মায়ের কথা শুনে সম্পূর্ণ অপরিচিতকে জীবনসঙ্গী বেছে নেওয়া ভুল হয়েছিল অভিনেত্রীর, এমন দাবি সুনীলের। নিজের বক্তব্য প্রতিষ্ঠিত করতে তিনি যুক্তিও দিয়েছেন। তাঁর কথায়, ‘‘জীবনযাপনে, শিক্ষায়, সংস্কৃতিতে, মানসিকতায় দিল্লি আর মুম্বই একেবারেই পৃথক। করিশ্মা নিজে প্রচণ্ড সংস্কৃতিমনস্ক, সমৃদ্ধ পরিবারের সন্তান। কিন্তু দিল্লিতে যে ধারায় জীবন চলে, তার সঙ্গে মানানসই নন। তাই হাজার চেষ্টা করেও শ্বশুরবাড়ির সঙ্গে মানিয়ে নিতে পারেননি।”
পরিচালকের আরও দাবি, সঞ্জয়ের জীবনে করিশ্মা সাজানো-গোছানো ‘ট্রফি’ ছাড়া আর কিচ্ছু ছিলেন না!
আরও পড়ুন:
তাই তাঁর আফসোস, “নিজের কবর নিজেই খুঁড়েছিলেন অভিনেত্রী। কেবল তাঁর বাবা, বর্ষীয়ান অভিনেতা রণধীর কপূর বুঝেছিলেন, তাঁর মেয়ে মস্ত ভুল করতে চলেছেন। তিনি বাধাও দিয়েছিলেন। মেয়ে এবং মেয়ের মা তাঁর কথা শোনেননি, যার খেসারত করিশ্মাকে আজীবন দিয়ে যেতে হবে।”